Buddhadeb Bhattacharya,নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ বুদ্ধদেব স্মরণে বাম ও কংগ্রেস – cpim and congress commemorating buddhadeb bhattacharya at netaji indoor stadium today


এই সময়: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ, বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় প্রকাশ্যে সবাইকে আমন্ত্রণ করা হলেও আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র বাম নেতৃত্বের পাশাপাশি শুধু কংগ্রেস নেতৃত্বের কাছেই গিয়েছে। তৃণমূল অথবা বিজেপির কোনও শীর্ষ নেতাকে আলিমুদ্দিন স্ট্রিট আমন্ত্রণপত্র পাঠায়নি। তবে বামফ্রন্টের বাইরে থাকা বিভিন্ন বামদলের নেতৃত্বকেও আমন্ত্রণ করেছে আয়োজক সিপিএম।ইন্ডোরে আজ বেলা আড়াইটে থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণসভা শুরু হবে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ীর কথায়, ‘তৃণমূল, বিজেপির কোনও নেতাকে আমরা আমন্ত্রণ করছি না। এটা আমাদের দলীয় স্মরণসভা। রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত ভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। নাগরিক সমাজের বিশিষ্টদেরও আমন্ত্রণ করা হয়েছে।

তবে এই স্মরণসভা ‘ওপেন ফর অল’, তাই যে কেউ আসতে পারেন।’ নাগরিক সমাজের বিশিষ্টদের মধ্যে শিল্পী, কবি-সাহিত্যিক, নাট্যকার, অভিনেতা, ক্রীড়াবিদ-সহ বিভিন্ন অংশের মানুষ রয়েছেন যাঁদের আমন্ত্রণ করা হয়েছে। বুদ্ধদেবের প্রয়াণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাম অ্যাভিনিউয়ে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শ্রদ্ধা জানান। কিন্তু সিপিএম এঁদের কাউকে বুদ্ধদেবের স্মরণসভার আমন্ত্রপত্র পাঠায়নি। এই স্মরণসভার আগে বুধবার সন্ধ্যায় সিপিএমের যুব সংগঠন বুদ্ধদেবের বিভিন্ন সাক্ষাৎকার, পুরনো লেখা, অনুদিত কবিতার একটি সংকলন প্রকাশ করে।

আন্দোলনে দীপ্সিতাদের হাসিমুখের ছবি! কটাক্ষ

সিপিএমের ছাত্র-যুব সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে এই সংকলন প্রকাশ করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ডিওয়াইএফআই-র রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ যুব নেতৃত্ব ছিলেন অনুষ্ঠানে। বুদ্ধদেবের বিভিন্ন নিবন্ধের সংকলন এই প্রথম প্রকাশিত হলো। অতীতে প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু, সরোজ মুখোপাধ্যায়-সহ সিপিএমের প্রথম সারির নেতাদের স্মরণসভা খোলা ময়দানে হয়েছিল।

বর্ষার কারণে বুদ্ধদেবের স্মরণসভা ইন্ডোরে করার সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএমের কর্মীরা বুধবার বিকেল থেকেই নেতাজি ইন্ডোরের চার পাশ লাল ঝান্ডায় মুড়ে দেওয়ার কাজ শুরু করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *