Mithun Chakraborty On RG Kar Protest: বাংলার প্রতিবাদী সত্ত্বাকে কুর্নিশ মিঠুন চক্রবর্তীর – mithun chakraborty commented on rg kar hospital incident protest spotted at kolkata airport watch video


২৪ দিন কেটে গেলেও এখনও অধরা আরজি কর কাণ্ডের একাধিক প্রশ্নের উত্তর। ন্যায় বিচার ও দোষীদের চিহ্নিতকরণের দাবি তুলে রাস্তায় সাধারণ নাগরিক থেকে সেলেব্রিটিরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত জমায়েত রাজ্য জুড়ে। ১৪ অগস্ট রাত দখলের পর থেকেই চলে আসছে সমাজের বিভিন্ন মানুষ ও বিভিন্ন গোষ্ঠীর আন্দোলন। রবিবার নাগরিক সমাজের ডাকে মহামিছিলের শেষে আবারও রাতদখলের সাক্ষী হল মহানগর। রাতভর ন্যায় বিচারের দাবিতে ধর্মতলায় ধর্ণা অবস্থান অভিনয় জগতের তারকা থেকে সাধারণ মানুষের। আরজি করের দাবিতে জেগে ওঠা সাধারণ মানুষের এই চেতনাকেই সাধুবাদ জানিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিস্তারিত রইল ei ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *