Bankura Incident: ওন্দার বিডিও-কে চড় মারার হুমকি বিজেপি বিধায়কের – onda bjp mla amarnath sakha accused of slapping bdo


বিডিও-কে চড় মারার অভিযোগ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ওন্দা বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে বুধবার যোগ দিয়ে বিজেপির বিধায়ক হুমকি দেন বলে অভিযোগ। বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিধায়ক অমরনাথ শাখা বলেন, ‘আমি বিধায়ক না হলে এক চড়ে বিডিও-র দুটো গাল নড়িয়ে দিতাম।’এ দিন ওন্দা বাজারে মিছিল করে বিজেপি কর্মীরা বিডিও অফিসের দিকে এগোতেই পুলিশ ব্যরিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় বিজেপির নেতা-কর্মীদের। পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান বিজেপি কর্মীরা। এরপরেই বিধায়ক অমরনাথ শাখা বলেন, ‘ওন্দার বিডিও অফিসে এসে সর্বক্ষণ দরজা বন্ধ করে থাকেন। ঠিকাদাররদের কাছ থেকে তিনি টাকা নেন।’

বিজেপি বিধায়কের হুমকির প্রতিবাদ জানিয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। বিধায়ককে অর্ধশিক্ষিত বলে কটাক্ষ করেছেন শাসক দলের স্থানীয় নেতা। তাঁদের পাল্টা অভিযোগ, প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের প্রায়ই হুমকি দেন বিজেপি-র নেতা-কর্মীরা। কিন্তু বিরোধী দলের রাজ্যস্তরের নেতারা তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন না।

বাংলার রাজনৈতিক নেতা, বিধায়কদের একাংশের কুকথা বলা, হুমকি-হুঁশিয়ারি অভাস বদলের কোনও লক্ষণ নেই। তা তিনি শাসক বা বিরোধী যে দলেরই হোন না কেন। শাসক দলের হলে বিরোধী দলের নেতা-কর্মীদের বা বিরোধী দলের হলে শাসক দলের নেতা-কর্মীদের উদ্দেশে আকছার কুকথা বলা, কুমন্তব্য করা বা হুমকি দেওয়া বন্ধ হয়নি। এর আগেও প্রশাসনের আধিকারিক বা শাসক দলের নেতা-কর্মীদের হুমকি বা হুঁশিয়ারির অভিযোগ উঠেছে বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *