আরজি করের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও লাগাতার কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেই লক্ষ্যেই বাঁকুড়াতেও ‘অভয়া ক্লিনিক’ চালু করলেন তাঁরা। রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও ‘ওয়েষ্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্টে’র ‘অভয়া ক্লিনিকে কার্যত উপচে পড়া ভিড় দেখা গেল সাধারণ মানুষদের। হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে বিরামহীনভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন ওই সংগঠনের সদস্যরা। সকাল ১০ টা থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করেছেন জুনিয়ার চিকিৎসকেরা। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।