Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ‘চেয়ার’ মন্তব্যে পাল্টা জবাব ডাক্তারদের – cm mamata banerjee reaction on agitating junior doctors who did not join the meeting in nabanna watch video


নবান্নের দোরগোড়ায় পৌঁছেও সরকারের তরফে সব শর্ত না মানায় ভিতরে ঢুকলেন না জুনিয়র ডাক্তাররা। ইমেল চালাচালি, দাবির পাল্টা দাবির শেষেও আলোচনা এখনও ফলপ্রসূ হয়নি। ঘণ্টা দুয়েকের দড়ি টানাটানির শেষেও হল না রফা। পরে সাংবাদিক বৈঠকে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন চিকিৎসকরাও। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাঁদের আমি ক্ষমা করলাম।’ পাশাপাশি তিনি জানান, ‘আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবোঝি কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু এরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ এটা বুঝবেন’। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *