Malda Police: স্বামীর মৃত্যু দুর্ঘটনা দাবি করেও পোস্টমর্টেম হতেই গ্রেপ্তার স্ত্রী – malda police arrest 1 woman on crime case


এই সময়, মালদা: দুর্ঘটনায় মৃত্যু বলে দাবি করেছিলেন স্ত্রী। ময়নাতদন্তের রিপোর্টে খুন প্রমাণ হতেই তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। ঠিক এক মাস আগে গত ১৪ অগস্ট মালদার হরিশ্চন্দ্রপুর থানার মালিওর গ্রামের বাসিন্দা সুফল সাহা নিজের বাড়িতেই মারা যান। তাঁর স্ত্রী জানিয়েছিলেন, কল পাড়ে পড়ে গিয়ে চোট পেয়ে মৃত্যু হয়েছে তাঁর। গ্রামের মানুষ এক মাস ধরে সেটাই জানতেন।পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল। কিন্তু সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই দেখা যায়, দুর্ঘটনায নয়, খুন করা হয়েছে সুফলকে। জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, মৃতের স্ত্রী ঘটনাটাকে দুর্ঘটনা হিসেবে দাবি করলেও মৃতদেহ উদ্ধারের সময় দেহের অবস্থা দেখে প্রাথমিক সন্দেহ হয়েছিল।

পরে ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার হয় যে, এটি গলা টিপে খুনের ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরে সুফলের স্ত্রী আশা সাহার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। সেই মতো আশাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আশা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেটা সুফল জেনে যাওয়ায় অশান্তি শুরু হয়। সেই কারণেই সুফলকে খুন করা হয় বলে অনুমান। কিন্তু তদন্তকারীদের ধারণা, আশা একা এই কাজ করেননি। তাঁর প্রেমিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *