Rachana Banerjee News: বস্ত্র মেলায় পুজোর কেনাকাটা রচনা বন্দ্যোপাধ্যায়ের – tmc mp rachana banerjee visits tant bastra mela 2024 in chunchura know her reaction watch bengali video


চুঁচুড়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ৩৯ তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা। সেই মেলারই উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনে গিয়ে মেলা ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটাও সারলেন রচনা। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের উদ্দেশেও বার্তা দিলেন তিনি। এছাড়া তিনি জানান, ‘বাংলার তাঁত যেন বিশ্বের দরবারে পৌঁছে যায়’। রচনার সঙ্গে এই দিন দেখা গিয়েছে অসীমা পাত্র এবং অসিত মজুমদারকেও। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কী জানালেন? বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *