Murshidabad News,উর্দি পরে তৃণমূল নেতার জন্মদিনের পার্টিতে পুলিশ আধিকারিক, তুঙ্গে বিতর্ক – one police allegedly attend tmc leader birthday party in uniform


উর্দি পরেই তৃণমূল নেতার জন্মদিনে উপস্থিত হওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানিনগর থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, একটি ভিডিয়োতে তাঁকে জন্মদিনের জন্য বিশেষ টুপি পরতেও দেখা গিয়েছে (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)। সোস্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই উঠেছে সমালোচনার ঝড়। সরব হয়েছে বিজেপি।রানিনগর ২ নম্বর ব্লকের শেখপাড়ার বাজারে একটি কেকের দোকানে জন্মদিনের অনুষ্ঠান পালন হয় স্থানীয় তৃণমূল নেতা মেহেবুব মুর্শিদের। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন তাজ আলম নামক পুলিশ কর্মী, অভিযোগ এমনটাই। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জন্মদিনের বিশেষ টুপি মাথায় দিয়ে রয়েছে তাজ আলম। কেকও মাখানো হয় তাঁকে। আর এই পুরো সময় তিনি উর্দি পরেছিলেন। এই ভিডিয়ো সামনে আসার পরেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

জেলা বিজেপির সভাপতি সৌমেন মণ্ডল বলেন, ‘প্রতিটা থানা তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে। এই ঘটনাই তার প্রমাণ। অন ডিউটিতে পুলিশ তৃণমূল নেতার জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছেন।’ রানিনগর ২ নম্বর ব্লক কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম ওরফে হীরা বলেন, ‘এই ঘটনাতেই তো স্পষ্ট যে পুলিশ কার বা কাদের দ্বারা চালিত।’ তবে এই নিয়ে খুব একটা বেশি কিছু মন্তব্য করতে চাননি ব্লক তৃণমূল সভাপতি মেহেবুব মুর্শিদ। তিনি বলেন, ‘এই ভিডিয়োর সত্যতা যাচাই না করে কোনও মন্তব্য করব না।’

‘এই সময় অনলাইন’-এর তরফে একাধিকবার তাজ আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এই বিষয়ে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার রাজপিৎ সিং বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে। বিভাগীয় তদন্ত করে দেখা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *