বুধবার দুপুরে ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর গঙ্গার ঘাটে। কিন্তু জোয়ারের সময় গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন বন্ধ রাখার কথা। কী ভাবে জোয়ারের সময় লরিটি বিশাল প্রতিমা নিয়ে গঙ্গার এত কাছে কী ভাবে চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর তিনটে নাগাদ শিবপুর ঘাটে হাওড়ার ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানার বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন শ্রমিকরা। সেই সময় জোয়ারে গঙ্গায় জলস্তরও বেশ ভালোই ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গায় লরি পড়ে যাচ্ছে দেখে হুলস্থূল বেধে যায়। তবে ঘটনায় কেউ আহত হননি।
শিবপুর থানার পুলিশ এসে কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে। গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, সকাল থেকে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে বিশ্বকর্মা বিসর্জন শুরু হয়। শিবপুর ঘাটে অন্য প্রতিমার ভিড় থাকায় ঘাটের একদম পাড়ের কাছে লরি দাঁড় করান চালক।
ভাটা এলে লরিটি তোলার তোড়জোড় শুরু হয়। পুজো উদ্যোক্তা অরুণ পাছাল বলেন, ‘ঠাকুর নামিয়ে পাড়ে রাখার পরিকল্পনা ছিল। জোয়ারের ঢেউ কমলে তবে ঠাকুর গঙ্গায় ফেলার কথা ছিল। কিন্তু লরিটি এ ভাবে গঙ্গার দিকে গড়িয়ে যাবে, তা ভাবতে পারিনি।’