Kolkata Municipal Corporation,পুরসভায় ‘সন্দীপ ঘোষ’? তপ্ত জোড়া আন্দোলনে – workers protest at kolkata municipal corporation headquarters


এই সময়: কলকাতা পুরসভায় ‘সন্দীপ ঘোষ’ কে? এই প্রশ্ন তুলে আরজি করের আবহে আন্দোলনে নামলেন পুরসভার বামপন্থী ইউনিয়নের ইঞ্জিনিয়াররা। বৃহস্পতিবার দুপুরে তাঁরা খাঁচাবন্দি একটি প্রতীকী টিয়া নিয়ে পুরসভার পার্সোনেল বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের ঘরের সামনে বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।অন্য দিকে, একই সময়ে পুজো বোনাস এবং ভাতা-বৃদ্ধির দাবিতে পুরসভার মুখ্য স্বাস্থ্য-আধিকারিককে ঘেরাও করেন ন্যাশনাল আর্বান হেল্থ মিশন (এনইউএইচএম)–এর কর্মীদের একাংশ। জোড়া বিক্ষোভে দুপুরে এসএন ব্যানার্জি রোডে পুরসভার সদর কার্যালয়ের পরিবেশ তপ্ত হয়ে ওঠে।

ইঞ্জিনিয়ারদের একাংশের অভিযোগ, আরজি করের কায়দাতেই ‘সন্দীপ ঘোষ’-এর মতো কিছু প্রভাবশালী আধিকারিকের মদতে পুরসভার অন্দরেও সক্রিয় দুর্নীতি-চক্র। তাঁদের অভিযোগের তির মেয়র-ঘনিষ্ঠ এক আধিকারিক এবং এক বর্ষীয়ান কাউন্সিলারের ছেলের দিকেও। তাঁরা অভিযোগ তুলেছেন মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির এক সদস্যের বিরুদ্ধেও।

আরজি কর সহ সব মেডিক্যাল কলেজেই রোগী কল্যাণ সমিতি ভাঙলেন মমতা

তাঁদের অভিযোগ, বিল্ডিং প্ল্যান কার্যকরী করার ক্ষেত্রে এই চক্র সক্রিয়। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে পুরনো রুলস অ্যান্ড রেগুলেশন কার্যকরী করে পদোন্নতি ও অন্য পেশাগত সুবিধা নিশ্চিত করার দাবিও তুলেছেন তাঁরা। তাঁদের তরফে চিফ পার্সোনেল ম্যানেজারের পদত্যাগের দাবি করা হয়। আন্দলনকারীরা জানান, পুর-কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্তের ব্যবস্থা না করলে আগামী দিনে আরও জোরদার আন্দোলন হবে পুরভবনে।

অন্য দিকে, পুজোয় বোনাস এবং ভাতা-বৃদ্ধির দাবিতে পুরসভার মুখ্য স্বাস্থ্য-আধিকারিককে ঘণ্টা তিনেক ঘেরাও করে রাখেন এনইউএইচএম-এর কর্মীরা। পরে মুখ্য স্বাস্থ্য-আধিকারিক সুব্রত রায়চৌধুরী আন্দোলনকারীদের জানান, এনইউএইচএম-এর কর্মীদের বোনাস সংক্রান্ত ফাইল স্বাস্থ্যভবনে আগেই পাঠানো হয়েছিল। সেই ফাইল স্বাস্থ্যভবন থেকে ফেরত পাঠানো হয়েছে। ফের ফাইল পাঠানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *