Kolkata Water Supply Timings,পুজোর সময় কলকাতায় ভোর ৩টে থেকে মিলবে পুরসভার জল – kolkata municipal corporation is changing the water supply timing during durga puja


দুর্গাপুজোয় সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে পানীয় জল পরিষেবার সময় বদলের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। পুজোর দিনগুলিতে ভোর ৩টে থেকে পানীয় জল দেওয়ার সিদ্ধান্ত পুরকর্তৃপক্ষের। অন্যান্য সময় শহরে পানীয় জল পরিষেবা দেওয়া শুরু হয় সকাল ৬টা নাগাদ। পুজোর আয়োজনে জলের জন্য সমস্যা যাতে না হয় সেই জন্য এই সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার কলকাতায় দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক হয় পুরসভায়। সেখানেই পুজোর দিনগুলিতে ৬টার পরিবর্তে পানীয় জল দেওয়ার সময় আরও ভোরে করার প্রস্তাব দেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। তাঁর সঙ্গে সহমত পোষণ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি কলকাতা পুরসভার ডিজি(পানীয় জল সরবরাহ)-কে এই বিষয়ে নির্দেশ দেন।

কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘পুজোর দিনগুলোতে ভোর ৩টে থেকে পানীয় জল সরবরাহ করা হবে। সাধারণ মানুষের পুজোর আয়োজনের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য এই সিদ্ধান্ত।’

পাশাপাশি পুজোর সময় শহর কলকাতায় বাইরে থেকে বহু মানুষ ঠাকুর দেখার জন্য আসেন। তাঁদের কথা মাথায় রেখেই এই দিনগুলিতে শহরে পুরসভার সমস্ত সুলভ শৌচালয়গুলি ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্বপন সমাদ্দার বলেন, ‘কলকাতা পুরসভা বরাতপ্রাপ্ত সংস্থাগুলিকে এই মর্মে নির্দেশ দিতে চলেছে।’

পুজোয় ‘মহিষাসুরমর্দিনী’ শোনানোর উদ্যোগ নিল শিলিগুড়ি পুরসভা

এ দিনের বৈঠকে নিকাশি ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। চলতি বছর পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে শহরের নিকাশি বিভাগ যেন পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলিকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এছাড়াও শহরের যে সমস্ত রাস্তা বেহাল সেগুলির মেরামতির কাজ ১ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *