Birupaksha Biswas Avik Dey,আরজি কর কাণ্ডে ফের বিরূপাক্ষ-অভীককে সিজিওতে তলব – birupaksha biswas and avik dey again summoned by cbi today


শনিবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে। সূত্রের খবর, আরজি করের ঘটনায় রবিবারও তাঁদের তলব করছে সিবিআই। তরুণী চিকিৎসকদের ধর্ষণ ও খুনের ঘটনায় এ দিনও তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা, সূত্রের খবর এমনটাই।আরজি কর কাণ্ডের পর থেকেই বিরূপাক্ষ এবং অভীকের নামে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ ছিলেন বলেও অভিযোগ। বর্ধমান মেডিক্যাল কলেজ-সহ আরও বিভিন্ন মেডিক্যাল কলেজে তাঁরা ‘দাদাগিরি’ চালাত বলে অভিযোগ। সঙ্গে ‘থ্রেট কালচার’ নিয়েও তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পাশাপাশি আরজি করে তরুণী চিকিৎসককে হত্যার পর সেমিনার হলের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যার সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’। অভিযোগ সেখানে বিরূপাক্ষ এবং অভীকে দেখা গিয়েছিল। যদিও বিরূপাক্ষ সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, তিনি সেই দিন আরজি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন। কিন্তু সেমিনার হল যেখানে চিকিৎসকের দেহ উদ্ধার হয় সেখানে তিনি পা রাখেননি। সেমিনার হল কোথায় তাও তিনি জানতেন না বলে দাবি করেছেন। বিরূপাক্ষর দাবি ছিল তিনি রাজনীতির শিকার।

দেহ উদ্ধারের দিন আরজি করে কেন গিয়েছিলেন? CBI-এর প্রশ্নের মুখে সন্দীপ-ঘনিষ্ঠ বিরূপাক্ষ

এসএসকেএম-এর পিজিটি অভীকও ৯ অগস্ট আরজি করে ছিলেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এ বার সিবিআই-এর স্ক্যানারের নীচে বিরূপাক্ষ এবং অভীকও। রবিবার তাঁদের মুখোমুখি বসিয়ে ফের জিজ্ঞাসাবাদ করতে পারেন গোয়েন্দারা, জানা যাচ্ছে এমনটাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *