Sonamukhi Police Station,ড্রেনে জোড়া ভ্রূণ, অবৈধ গর্ভপাতে গ্রেপ্তার ‘ডাক্তার’ – bankura sonamukhi police station arrested a doctor for illegal abortion


এই সময়, বাঁকুড়া: অবৈধ ভাবে গর্ভপাত করানোর অভিযোগে এক ‘ডাক্তার’কে গ্রেপ্তার করল বাঁকুড়ার সোনামুখী থানার পুলিশ। ধৃতের নাম মানস মুখোপাধ্যায় ওরফে পাহাড়ি। যদিও অভিযোগ, ডাক্তার হিসেবে তাঁর কোনও মেডিক্যাল ডিগ্রি নেই। নেই পলিক্লিনিকের লাইসেন্সও। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ‘ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সোমবার আদালতে পেশ করা হবে ধৃতকে।’রবিবার সকালে সোনামুখী পুরসভার সামনে ড্রেন থেকে উদ্ধার হয় জোড়া ভ্রুণ। জানা গিয়েছে, এ দিন সকালে হঠাৎ এক মহিলা বালতিতে কিছু এনে ড্রেনে ফেলা মাত্র সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা ড্রেনের কাছে গিয়ে দেখেন, ফেলে দেওয়া হয়েছে দু’টি ভ্রুণ। যার মধ্যে একটিকে নড়াচড়া করতেও দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, এলাকারই একটি পলিক্লিনিকে অবৈধ ভাবে গর্ভপাত করানোর পর ভ্রুণ দু’টি এ ভাবে ফেলে দেওয়া হয়।

তাঁদের আরও অভিযোগ, পাহাড়ি নামে পরিচিত ওই ডাক্তারের চেম্বারে দীর্ঘদিন ধরেই এই বেআইনি কারবার চলে আসছে। অবিলম্বে ওই পলিক্লিনিকটি বন্ধের দাবিও তোলেন তাঁরা। যদিও সংবাদমাধ্যমের কাছে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দেন মানস। এ দিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে ভ্রুণ দু’টি উদ্ধার করে সোনামুখী হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Bardhaman Medical College: নার্সকে শাসানোর অভিযোগে বর্ধমানে ধৃত রোগীর আত্মীয়

সেখানে দু’টিকেই মৃত বলে জানান চিকিৎসক। পরে ময়না-তদন্তের জন্য পাঠানো হয় ভ্রুণগুলি। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে ওই পলিক্লিনিকে দুই মহিলার গর্ভপাত করান মানস। পরে সকালে সেই দু’টি ভ্রুণই ফেলে দেওয়া হয় পুরসভার ড্রেনে। ঘটনায় এক মহিলার স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগে তিনি জানান, শনিবার সন্ধ্যায় তাঁর আট মাসের গর্ভবতী স্ত্রী পেটে যন্ত্রণা অনুভব করলে ওই ডাক্তারের চেম্বারে যান। রবিবার ভোরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে তাঁর স্ত্রীর গর্ভপাত করিয়ে দেন মানস ওরফে পাহাড়ি। পরে ওই ভ্রুণ ড্রেনে ফেলে দেওয়া হয়। পরে তাঁরা জানতে পারেন, পাহাড়ির কোনও মেডিক্যাল ডিগ্রি নেই এবং পলিক্লিনিকটিরও কোনও লাইসেন্স নেই। অভিযোগ পেয়েই এর পর মানস মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে সোনামুখী থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *