RG Kar Protest: ‘নাটক’ নয়! আন্দোলন নিয়ে উল্টো সুর শুভেন্দু-সুকান্তর – suvendu adhikari and sukanta majumdar are in support of the junior doctors agitation


মণিপুস্পক সেনগুপ্ত
দিলীপ ঘোষ যাকে ‘নাটুকে আন্দোলন’ বলেছিলেন, সেই আন্দোলনে ঢালাও সমর্থন জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সম্পর্কে বিজেপির অন্দরে দু’রকম মত শোনা গেল।মঙ্গলবার পূর্ব-বর্ধমানে দলীয় কর্মসূচি থেকে জুনিয়র ডাক্তারদের খোঁচা দিয়ে দিলীপ বলেছিলেন, ‘এত নাটক করে লাভ কী হলো! হাসপাতালের অব্যবস্থার পরিবর্তন হলো না তো!’ এই ভাবে প্রকাশ্যে আরজি কর আন্দোলনকে ‘নাটক’ বলে দেগে দেওয়ায় যে পার্টির সমর্থন নেই, বুধবার তা দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন সুকান্ত ও শুভেন্দু।

এ দিন হাজরা মোড়ের জনসভা থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়ে শুভেন্দু বলেন, ‘আরজি কর ইস্যুতে প্রতিবাদী জনতার রাস্তায় নেমে আসা, মা-বোনদের মশাল মিছিল, রাস্তায় আল্পনা আঁকা, জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষের গর্জন শুনে কেঁপে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।’

তাঁর কথায়, ‘জুনিয়র চিকিৎসকদের লড়াইয়ে প্রথম থেকেই বিজেপির নৈতিক সমর্থন ছিল। আজও আছে। ওঁদের প্রতি আমাদের শুভেচ্ছা আছে।’ সুকান্তও এ দিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে হাজরার সভা থেকে বলেন, ‘বিনীত গোয়েলের (কলকাতার প্রাক্তন সিপি) বিরুদ্ধে ডাক্তারবাবুরা যে স্লোগান তুলেছিলেন, তার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ গলা মিলিয়েছিল।’

তাঁর সংযোজন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিকে ডাক্তারবাবুরা শিড়দাঁড়া উপহার দিয়েছিলেন। তারপর মুখ্যমন্ত্রী বলছেন, ওঁদের দাবিতে সিপিকে সরাতে বাধ্য হলাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *