Swasthya Sathi Card: ক্যানসার চিকিত্‍সা আরও সহজলভ্য, স্বাস্থ্যসাথী কার্ডে মিলবে এই সুযোগ…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাস্থ্য সাথী কার্ডে (Swasthya Sathi Card) ক্যানসার চিকিত্‍সার সুবিধা আগেই ছিল। তবে এবার ক্যানসার চিকিত্‍সায় নয়া দিশা দেখাচ্ছে জেলা হাসপাতালগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে ক্যানসার ডিটেকশন ইউনিট বা ডিস্ট্রিক্ট অঙ্কোলজি ইউনিট তৈরি হয়েছে। সেখানে ক্যানসারের চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসা পাওয়ার গাইডও করা হচ্ছে।

আরও পড়ুন, Hilsa from Bangladesh: প্রথম লটের পদ্মার ইলিশ শুক্রেই পাতে কলকাতার, তবে দাম…

শহরের মানুষের পাশাপাশি উপকৃত হচ্ছেন গ্রামের মানুষও। এখন ক্যানসার হলে বা ক্যানসারের উপসর্গ দেখা দিলে আর কলকাতার বড় হাসপাতালে ছোটার দরকার নেই। নিজের জেলার হাসপাতালগুলিতেই মিলছে ক্যানসার বিশেষজ্ঞ বা অঙ্কোলজিস্ট। রাজ্য সরকারের এই নির্দেশিকা মতোই উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও তৈরি হয়েছে ক্যানসার ডিটেকশন ইউনিট বা জেলা অঙ্কোলজি ইউনিট। 

স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যানসার-সহ আরও ৭০ ধরনের রোগের চিকিৎসা করানো যাবে। ক্যানসার ছাড়াও আরও যে সমস্ত চিকিৎসা পরিষেবার সুযোগ মিলবে সেগুলির মধ্যে রয়েছে রেডিওফ্রিকোয়েন্সি, রেডিওফ্রিকোয়েন্সি অ‌্যাবোলেশন, ইউএসজি গাইডেড পেরিফেরাল নার্ভ ব্লক-সহ প্রভৃতি জরুরি চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে প্রতিমাসে অন্তত এক হাজার মানুষ এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। 

আরও পড়ুন, Puja Weather Update: পণ্ড বাঙালির সবচেয়ে বড় উৎসব! মহালয়ায় তো হচ্ছেই, দুর্গাপুজোতেও বৃষ্টি জারি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *