ফের বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার ৩ বছরের শিশু-সহ একই পরিবারের ৪ জন….. 4 members of a family die due to Electrocution in Siliguri


নারায়ণ সিংহরায়: ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার একই পরিবারের চারজন! এলাকায় শোকে ছায়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি লাগোয়া গজলডোবায়। 

আরও পড়ুন: Murshidabad: প্রেমের টানে বাংলাদেশে চলে গিয়েছেন স্ত্রী! খোঁজ দিলে লক্ষ টাকা পুরস্কার স্বামীর…

স্থানীয় সূত্রে খবর, গজলডোবার  ভোরের আলো থানার অন্তর্গত  টাকিমারি এলাকার বাসিন্দা পরেশ দাস। পেশায় তিনি কৃষক। ততক্ষণে সন্ধেয় নেমেছে। মাঠ থেকে বাড়ি ফিরে পরেশ দেখেন, বাড়ি লাগোয়া গোয়াল ঘরে বিদ্যুতে তার ছিঁড়ে পড়েছে অবং সেই তারে বিদ্য়ুত্‍স্পৃষ্ট হয়েছে গরুটিও। এরপর যখন পোষ্য গবাদি পশু যখন বাঁচাতে যান, তখন তিনি নিজেও বিদ্যুত্‍স্পৃষ্ট হন। 

এদিকে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হন পরেশের স্ত্রী দীপালী। বাবা-মাকে বাঁচাতে গেলে একই পরিণতি হয় ছেলে মিঠুনেরও। শেষে দাদু, দিদা ও মামাকে বাঁচানোর চেষ্টা করেন পরেশের ছোট নাতি বছর তিনেকে সুমন দাস। বিদ্যুত্‍পৃষ্ট হয়ে সে-ও প্রাণ হারায়। স্থানীয় বাসিন্দা   বিক্রম দাস বলেন , ‘খুবই মর্মান্তি ঘটনা। একই বাড়ির চারজনের মৃত্যু। গবাদি পশুকে বাঁচাতে গিয়েই এক এক করে চারজনই বিদ্যুৎপৃষ্ট হয়েছে। সকলকেই মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে’।”

আরও পড়ুন:  World Tourism Day 2024 | Season’s First Snowfall: মরসুমের প্রথম তুষারপাত! ভ্যাপসা রোদ-গরমের মধ্যে ঠান্ডা সাদা বরফচাদরই এখন প্রাণের আরাম…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *