Mamata Banerjee,’অনেকে বলছেন ৮৫ হাজার টাকায় কী হবে…?’, অনুদান নিয়ে ব্যাখ্যা মমতার – mamata banerjee at sreebhumi sporting club for inauguration durga utsav


রাজ্যের পুজো উদ্যোক্তাদের ৮৫ হাজার টাকা করে সরকারি অনুদান দিচ্ছে সরকার। সরকারি অনুদান অনেক পুজো উদ্যোক্তাদেরই কাছে লাগে, শ্রীভূমি ক্লাবের পুজোয় উপস্থিত থেকে তাঁর ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি ৪৮-৫০ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি। এটাকে অনুদান বলি না, বলি উৎসাহ দান। অনেকে বলেন, ৮৫ হাজার টাকায় কী হবে? তোমাদের কাছে ৮৫ হাজার টাকার দাম নেই, প্রচুর টাকা বাজেট। কিন্তু অনেকেরই কাছেই এর দাম আছে। আবার বিদ্যুতের ৭৫ শতাংশ দাম বাদ দিলে অনেকটাই টাকা কমে যায়।’‘পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। ধর্ম, শাস্ত্র সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে।’ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় হাজির হয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি পুজোর উদ্বোধন করেননি। মুখ্যমন্ত্রীর হাত ধরে শ্রীভূমি স্পোটিং ক্লাবে উত্‍সবের সূচনা হলো মঙ্গলবার।

শ্রীভূমির অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বলেন, ‘আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন, মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নয়।’ মমতা বলেন, ‘আজকে আমি আসলেও পুজো মণ্ডপ উদ্বোধন করি না। আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে। মহালয়ার পরে সেই কাজটা আমি করি।’ উল্লেখ্য, বুধবার থেকে শ্রীভূমির পুজোর দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

Durga Puja 2024: বিকনার শিল্পগ্রাম থেকে কলকাতায় সাড়ে ৭ লাখি ডোকরার প্রতিমা

শ্রীভূমি’র পুজোর অন্যতম পৃষ্ঠপোষক ও রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে পুজোর জন্য যাতে ট্রাফিক সমস্যা না হয়, সে কথাও মনে করিয়ে দেন। গত বছর ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছিল, এ বছর যেন সেটা হয়, নির্দেশ দেন তিনি। তিনি বলেন, ‘এখান থেকে বিমানবন্দরে যাওয়ার গাড়ি যায়। কারও যেন ফ্লাইট মিস না হয়, সেটা দেখতে হবে উদ্যোক্তাদের।’শ্রীভূমির মণ্ডপ ও প্রতিমা দেখতে জনতার উন্মাদনা নতুন নয়। এবারও তার কোনও ব্যতিক্রম হবে না। ভিড় নিয়ন্ত্রণ সঠিকভাবে করার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বন্যাত্রাণ নিয়ে যেন অভিযোগ না পাই, সাফ কথা মমতার
প্রসঙ্গত, এদিনের মঞ্চ থেকেই রাজ্যের দুটি অগ্নিনির্বাপন কেন্দ্রের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলায় বীরপাড়া এলাকায় ও বীরভূম জেলার দুবরাজপুরে দুটি ফায়ার স্টেশনের সূচনা হয় মঙ্গলবার। এছাড়াও দমকল কর্মীদের জন্য ৫০টি বাইকের যাত্রার সূচনা করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *