Sealdah Station,রেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের আবেদন বিজেপির, পাল্টা কুণাল – sealdah station name changed proposal by bjp to railway minister


রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করার আবেদন করা হলো বিজেপির তরফে। বুধবার শিয়ালদায় একাধিক প্রকল্পের উদ্বোধনে আসেন রেলমন্ত্রী। সেই অনুষ্ঠানে শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার আবেদন জানায় বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।আজ, বুধবার কলকাতায় আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শিয়ালদা স্টেশনে একগুচ্ছ নয়া পরিষেবা চালু করেন তিনি। এদিন তিনি উল্লেখ করেন, শিয়ালদা থেকে একাধিক লাইনে ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে অনেক বেশি যাত্রী যাতায়াত করতে পারে। তিনি জানান, শিয়ালদা স্টেশনে ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্ল্যাটফর্ম ও রেল কোচ বাড়ানোর দরকার ছিল। এবার স্টেশন থেকে প্রায় তিন লক্ষ অতিরিক্ত যাত্রী চলাচল করতে পারবেন। আজিমগঞ্জ-কাশিমবাজার ট্রেন চালুর বিষয়েও উল্লেখ করেন তিনি।

রেলমন্ত্রীর উপস্থিতিতে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের কথা জানানো হয় বিজেপির তরফে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, আজকেই রেলমন্ত্রীকে সেই দাবি জানানো হয়েছে।তাঁর কথায়, ‘মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে। দেশ ভাগের সময় সর্বস্বান্ত হওয়া মানুষ এসে ভিড় করেছিলেন শিয়ালদা স্টেশনে। সেদিন ক্যাম্প করে স্টেশনের আশপাশে তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।’

সেই কারণেই বিজেপির দাবি, শিয়ালদহ স্টেশনের নাম বদলে করা হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় স্টেশন। আজ রেলের অনুষ্ঠানে রেলমন্ত্রীর উপস্থিতিতে সেই দাবি জানানো হয়েছে। ‘আমি বিষয়টা দেখব’ বলে রেলমন্ত্রী জানিয়েছেন বলে দাবি করেন শমীক। তবে, বিজেপির এই দাবির বিরোধিতা করা হয় তৃণমূলের তরফে।

Nashipur Railway Bridge: নশিপুর রেলব্রিজে ট্রেন চলাচল শুরু, কী সুবিধা মিলবে রাজ্যের যাত্রীদের?
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সমস্ত কিছুর একটা ইতিহাস আছে। দেশের বিভিন্ন জায়গায় নাম বদল করে রাজনীতি করছে বিজেপি। এ এ বার এই রাজ্যেও সেটা করার চেষ্টা হচ্ছে। শিয়ালদা স্টেশন স্বামী বিবেকানন্দের নামে করুন। যদি নাম বদল করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দের নামে করা হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *