Durga Puja 2024: পড়াশোনার ফাঁকে জয়মাল্যর হাতে গড়া তেজপাতার দুর্গা – durga puja 2024 updates sonarpur student made durga idols with bay leaves for details watch video


পড়াশোনার ফাঁকে অবসর সময়কে কাজে লাগিয়ে তেজপাতার দুর্গা বানিয়ে তাক লাগালেন সোনারপুরের জয়মাল্য মণ্ডল। দুর্গার সঙ্গেই রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীও। মায়ের সন্তানরাও তেজপাতা দিয়ে তৈরি। তেজপাতা, আঠা এবং স্ট্যাপলারের পিন ব্যবহার করে তৈরি হয়েছে এই দুর্গা। এর আগেও মাটি দিয়ে ও দেশলাই কাঠি দিয়ে দুর্গা প্রতিমা গড়েছেন দেবমাল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *