অনুব্রত, সুকন্যা, এনামুলের পর গোরু পাচার মামলায় জামিন সায়গলের – saigal hossain anubrata mondal former bodyguard get bail in cow smuggling case


গোরু পাচার মামলায় এ বার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের একসময়ের দেহরক্ষী সায়গল হোসেন। পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে শুক্রবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। অনুব্রত, তাঁর মেয়ে সুকন্যা ও এনামুল হকের পর এ বার সায়গলও জেল থেকে জামিনে মুক্ত হতে চলেছেন।২০২২ সালে ৯ জুন গোরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ও রাজ্য পুলিশের কর্মী সায়গল হোসেনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। মুর্শিদাবাদের ডোমকল-সহ সায়গলের একাধিক বাড়িতে তল্লাশি অভিযানও চালান তদন্তকারীরা। CBI-এর বক্তব্য ছিল, সায়গলের আয়ের সঙ্গে তাঁর সম্পত্তি সঙ্গতিহীন।

কঙ্কালীতলা মন্দিরে হাপুস নয়নে কান্না, কার জন্য পুজো দিলেন অনুব্রত?

ওই বছরই জেলবন্দি সায়গলকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর থেকে তিহাড়েই রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন নিরাপত্তা রক্ষী। প্রায় দেড় বছর পর জেলমুক্তির পথে তিনিও। প্রসঙ্গত, কিছুদিন আগেই গোরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। তিহাড় জেলে ছিলেন তাঁরাও। পুজোর আগে অনুব্রত এবং সুকন্যা ফিরে এসেছেন বীরভূমে। এছাড়াও এই মামলাতে গ্রেপ্তার অপর অভিযুক্ত এনামুল হকও জামিন পেয়েছেন। এ বার জামিন পেলেন সায়গলও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *