Murshidabad News,স্ত্রীর শ্বাসরোধ করে মেয়ের পাশে শুইয়ে উধাও স্বামী – murshidabad ranitala police arrest youth for allegedly kill his wife


এই সময়, রানিতলা: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের রানিতলা থানার লক্ষ্মীনারায়নপুরে এলাকায় এই ঘটনায় অভিযুক্ত যুবক ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ বছর আগে জ্যোৎস্না বিবি (৩৫)-র সঙ্গে বিয়ে হয় রাশিদুল শেখের। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা গিয়েছে, গ্রামের এক মহিলার সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতেনাতে ধরে ফেলার পরে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। জ্যোৎস্না বিবি প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হতো বলে অভিযোগ। শনিবার রাতে ওই মহিলার সঙ্গে দেখা করতে যায় রাশিদুল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের গন্ডগোল শুরু হয়। গলায় ওড়নার ফাঁস দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। মৃত অবস্থায় স্ত্রীকে পাশের ঘর থেকে মেয়ের বিছানায় এনে তার পাশে শুইয়ে রেখে উধাও হয় অভিযুক্ত।

চিকিৎসককে খুনের সুপারি নার্সের স্বামীর, অভিযুক্ত নাবালককে মেয়ের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি

সকালে মা-কে ডেকে সাড়া না পেয়ে পরিবারের অন্যদের ডাকাডাকি করে নাবালিকা সাহিনারা। ছুটে আসেন জ্যোৎস্নার বাবার বাড়ির লোকজন। রানিতলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরে গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে আত্মীয়ের বাড়ি থেকে রাশিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তার প্রেমিকাকেও গ্রেপ্তার করা হয়।

নিহত মহিলার মা রাহিনা বিবি বলেন, ‘জামাইয়ের সঙ্গে গ্রামের এক মহিলার সম্পর্ক ছিল। মেয়ে জানতে পারার পরে নিষেধ করে। এই নিয়ে খুব অশান্তি চলছিল। মেয়েকে জামাই খুব মারধর করত। শেষ পর্যন্ত মেয়েটাকে খুনই করে দিল।’ মৃতের আত্মীয় জেসমিনা খাতুন বলেন, ‘বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই জ্যোৎস্নাকে ওর স্বামী খুন করেছে। আমরা এর বিচার চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *