Nadia News,জলে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর – three child of same family drowned in chakdah ektarpur village


এই সময়, কৃষ্ণনগর: পঞ্চমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। গর্তের জলে ডুবে মৃত্যু হলো একই পরিবারের তিন ভাই-বোনের। নদিয়ার চাকদহ থানার রাউতারি গ্রাম পঞ্চায়েতের একতারপুর গ্রামে মঙ্গলবার সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে ঋক বিশ্বাস (৭) এবং নিশি বিশ্বাস (১০) মামাতো-পিসতুতো ভাইবোন। তারা একই বাড়িতে থাকত। অন্য শিশুটির নাম দীপ্ত বিশ্বাস (৭)। সে-ও পুজো দেখবে বলে নৈহাটি থেকে আত্মীয়ের বাড়িতে এসেছিল। বাড়ি থেকে কিছুটা দূরে খেলতে গিয়ে তিন জনে জলে নেমেছিল। কিন্তু মাটি কাটা গর্তের মধ্যে জল যে অনেকটা বেশি, তা বুঝতে পারেনি তারা। তিন জনেই ডুবে যায়। চাকদহ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তিন জনের।

পরিবার কর্তা গণেশ দাস বলেন, ‘ঋক আমার নাতি আর আর নিশি আমার দৌহিত্রী। দু’জনেই আমার বাড়িতেই থাকত। দীপ্ত আমার শ্যালকের ছেলে। চার দিন আগে নৈহাটি থেকে আমাদের বাড়ি বেড়াতে এসেছিল। তিনটে বাচ্চা বাড়িতে না বলে একসঙ্গে খেলতে যায়। গর্তের জলে নেমে তিন জনেই ডুবে যায়। ছাগল চরাতে আসা এক কিশোরী ঘটনা দেখতে পেয়ে গ্রামের লোকজনকে ডাকলে তিন জনকে তোলা হয়।’

পিকনিকে মারপিটে মৃত্যু, খুনে ধৃত টিএমসিপি নেতা

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মাটি কেটে নিয়ে যাওয়ার জেরেই বড় গর্ত হয়েছিল ওখানে। তারপর বৃষ্টির জল জমে ডোবার আকার নিয়েছিল।’ রাউতারির পঞ্চায়েত প্রধান বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, যাঁর জমি সেই ব্যক্তি একটা রেস্তোরাঁ গড়বে বলে ভিত কেটেছিলেন। তারপর কোনও কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে। সেখানে জল জমে ডোবার আকার নিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *