Congress: ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর রহস্যমৃত্যু – congress councillor tapan kandu wife unnatural death at jhalda purulia


পুরুলিয়ার ঝালদায় রহস্যমৃত্যু কংগ্রেসের নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর। তিনিও কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। শুক্রবার রাতে নিজের বাড়ি থেকেই তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঝালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন পূর্ণিমা কান্দু। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় বাড়িতেই ছিলেন তিনি। তাঁর ছেলেমেয়ে দু’জনেই প্রতিমা দর্শন করতে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসে মাকে তাঁরা অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেওয়া হয়। পূর্ণিমা দেবীকে নিয়ে যাওয়া হয় ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ণিমা দেবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাতেই পূর্ণিমা দেবীর বাড়িতে যান পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো-সহ কংগ্রেসের অন্য নেতারা। পূর্ণিমার মৃত্যু নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, তপন কান্দুর হত্যার ঘটনার তদন্ত করছে সিবিআই। তিনি বলেন,’তপন কান্দুর স্ত্রী পূর্ণিমার মৃত্যু আমাদের আতঙ্কিত করে তুলছে। আমরা প্রদেশ কংগ্রেস এবং পুরুলিয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে জোরাল দাবি জানাচ্ছি যে, পুর্ণিমা কান্দুর মৃত্যুর ঘটনাও সিবিআই-কে দিয়ে তদন্ত করানো হোক।’
থিমে পরিবেশ, তবু সচেতনতা কোথায়? দূষণ নিয়ে প্রশ্ন পরিবেশকর্মীদের
২০২২ সালে ১৩ মার্চ নিজের বাড়ির কাছেই আততায়ীর গুলিতে প্রাণ হারান তৎকালীন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যে। আদালতের নির্দেশে খুনের তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। ওই ঘটনার সঙ্গে পূর্ণিমার মৃত্যুর যোগসূত্র আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *