West Bengal BJP,’২০০ টাকা, মাংস-ভাত খেতে তৃণমূলের সভায় যান বিজেপির কর্মীরা’, ‘বেফাঁস’ বীরভূম জেলা বিজেপি সভাপতি – birbhum district bjp president dhruba saha comments creates controversy


তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ‘বেফাঁস’ মন্তব্য বীরভূম জেলা বিজেপি সভাপতির। দু’শো টাকা আর মাংস-ভাত খাওয়ার জন্য বিজেপি কর্মীরাই তৃণমূলের সভায় যান, বলে মন্তব্য করলেন বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা। সোমবার বীরভূমের মহম্মদ বাজারে দলীয় বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তাঁর কথায় জেলা রাজনৈতিক মহলের অন্দরে তোলপাড় শুরু হয়েছে। পাল্টা সরব তৃণমূলও।তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এ বার মহম্মদ বাজারে বিজেপির তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেখানেই এই মন্তব্য করেন ধ্রুব সাহা। সেখানে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নিজের দলের কর্মীদের নিয়েই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি।

ধ্রুব বলেন, ‘আমার পাড়ার এলাকায় সকলেই বিজেপি কর্মী। কিন্তু টোটোতে তৃণমূলের পতাকা লাগানো থাকে। জিজ্ঞাসা করে জানতে পারি ২০০ টাকা এবং মাংস ভাত খাওয়ার জন্যই বিজেপি কর্মীরা যাচ্ছেন তৃণমূলের মিটিংয়ে।’ তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনায় সরব রাজ্যের শাসক দলের নেতারা।

তৃণমূল নেতাদের একাংশের কথায়, ‘ নিজের দলের কর্মীদেরই এই কথা বলে অপমান করছেন জেলা বিজেপি সভাপতি। যে কোনও দলের সম্পদ তার কর্মীরা। এই মন্তব্য তাঁদের জন্য অপমানজনক।’ ধ্রুব সাহার মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এই মন্তব্য দুর্ভাগ্যজনক। তৃণমূল কাউকে মাংস ভাত খাওয়ানোর জন্য নিয়ে আসে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পে আকৃষ্ট হয়ে নিজে থেকেই আসেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *