দেখুন তালিকা
শিয়ালদহ থেকে হাসনাবাদগামী শেষ ট্রেন ছাড়বে সন্ধে সাড়ে ৭টায়। হাসনাবাদ-শিয়ালদহ শেষ ট্রেন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শেষ ট্রেন সন্ধে ৭টা ৩৬। লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহের লাস্ট ট্রেন সন্ধ্যা ৬টা ৪০। শিয়ালদহ-ডায়মন্ড হারবারগামী শেষ ট্রেন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট, ডায়মন্ড হারবার থেকে শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৩২-এ। ক্যানিংয়ে যাওয়ার শিয়ালদহ থেকে শেষ ট্রেন সন্ধ্যা ৭টা ৩০। ক্যানিং থেকে শিয়ালদহের শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৪৫-এ।
শিয়ালদহ-ক্যানিং শাখায় ১৩টি আপ ও ১১টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। সোনারপুর-ক্যানিং শাখায় ৩টি আপ ও ৪টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায় বাতিল হয়েছে ১৫টি আপ ও ১০টি ডাউন ট্রেন। শিয়ালদহ-বজবজ শাখায় ১৫টি আপ ও ১৪টি ডাউন, শিয়ালদহ-সোনারপুর শাখায় ৪টি আপ ও ৭টি ডাউন, শিয়ালদহ-বারুইপুর শাখায় ৭টি আপ ৯টি ডাউন, শিয়ালদহ-নৈহাটি শাখায় ২টি ডাউন, শিয়ালদহ-ডায়মন্ড হারবারে ১৫টি আপ ও ডাউন-সহ মোট ১৯০টি ট্রেন বাতিল হয়েছে।