পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়তে চলেছে সাইক্লোন দানার। পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার। রাজ্যের একাধিক জেলায় প্রভাব পড়তে চলেছে সাইক্লোন দানা-র। এই জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া। বৃহস্পতি এবং শুক্রবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে।
উপকূলবর্তী কাঁচা বাড়ি, বিপজ্জনক কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপড়ে পড়তে পারে গাছ। দানা-র মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বন্ধ করা হয়েছে ফেরি সার্ভিস।