Actor Vijay: রাজনীতির ময়দানে নতুন দল গড়ে এন্ট্রি মেগাস্টারের, কাঁপছেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাও…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজনৈতিক দল গড়েছিলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। দ্রাবিড় রাজনীতিতে তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি। তবে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের দল ‘তামিজাঘা ভেত্রি কাজাগম’-এ সিঁদুরে মেঘ দেখছে ডিএমকে-এআইএডিএমকে। আট মাসের একটি দলের পেছনে পড়ে গিয়েছে শাসক ও বিরোধী দল।

আরও পড়ুন-কয়েকশো পোস্ট খালি, কোল ইন্ডিয়ায় চাকরির বিশাল সুযোগ; নিয়োগ হচ্ছে এইসব পদে

তামিলনাডুর শাসক দল ডিএমকের দাবি বিজয়ের দলের কোনও নীতি নেই। গোটাটাই বিভিন্ন জায়গা থেকে টোকা। অন্যদিকে, বিরোধী এআইএডিএমের বক্তব্য বিজয়ের দলের নীতি আদর্শ খিঁচুড়ি ছাড়া আর কিছুই নয়। ডিএমকে নেতা টি কে এস এলানগোভান সংবাদমাধ্যমে বলেন, ও সবটাই কপি করেছে। ও যা বলেছে তা আগেই আমরা বলে দিয়েছি। আর সেটাই আমরা মেনে চলি। ও আর নতুন কী করবে!

এদিকে, গতকাল বিজয় এক সমাবেশে বলেন, দ্রাবিড় মডেলের নাম করে মানুষকে ঠকাচ্ছে ডিএমকে। এমকে স্ট্যালিনের দল গোটা রাজ্যটাকে লুট করছে। রাজ্য সবকিছু চলছে ডিল করে।

নিজের দলের নীতি নিয়ে কী বলেছেন বিজয়? তামিল সুপারস্টার বলেন, আমার দল দ্রাবিড় আইকন পেরিয়ারের সামাজিক ন্যায় ও মহিলাদের ক্ষমতায়ন নীতি নিয়েই চলবে। পাশাপাশি দল অনুসরণ করবে কামরাজ, এন আর আম্বদকর, স্বাধীনতা সংগ্রামী ভেলু নাচিয়ার ও বিপ্লবী আনজলাই আমালের নীতি নিয়ে। কিন্তু আমরা পেরিয়ারের ‘নো গড’ নীতি মানছি না। কারও বিশ্বাসে আঘাত হানতে চাই না।

এআইএডিএমকের মুখপাত্র কোভাই সত্যম বলেন, থালাপতি বিজয় রাজনীতিতে এসে ভালোই করেছেন। কিন্তু ওকে কিছু করে দেখানোর জন্য অনেকটা পথ যেতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *