জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিয়াল মাদ্রিদের ঘরে ঢুকে তাদের ৪-০ হারিয়ে এসেছে বার্সেলোনা ( Real Madrid Vs Barcelona)। গত শনি রাতে ‘এল-ক্লাসিকো’তে (El Clasico) হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা যেন সেই মেসি জমানা ফিরিয়ে এনেছিল বার্নাব্য়ুর বুকে। ইনিগো মার্টিনেজ, লামিনে ইয়ামালরা যেন মুহূর্তে বার্সেলোনাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন সেই স্বর্ণযুগে। রিয়ালের মাঠে বার্সেলোনা চূর্ণ করেছে এমবাপে-ভিনি জুনিয়রদের। আর ‘এল-ক্লাসিকো’র কথা খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) মুখে…তাও আবার স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজকে (Pedro Sanchez) পাশে নিয়ে!
আরও পড়ুন: রিয়ালের ঘরে ঢুকে বার্সার তাণ্ডবলীলা! চারে চুপ বার্নাব্যু…
ভদোদরায় টাটা এয়ারক্র্যাফট কমপ্লেক্সের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধনে মোদীর পাশে ছিলেন স্পেনের প্রেসিডেন্ট। এখানেই ভারতীয় বায়ুসেনার সি-২৯৫ এয়ারক্র্যাফট তৈরি হবে। মোদী এই অনুষ্ঠানে বলেন, ‘স্প্যানিশ ফুটবল ভারতে অনেকেই পছন্দ করেন। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচ নিয়েও ভারতে আলোচনা হয়েছে। বার্সেলোনার দুর্দান্ত জয় এখানেও ছিল আলোচ্য বিষয়। স্পেনে যেরকম দুই ক্লাব নিয়ে তর্কবিতর্ক হয়, এখানেও তার চেয়ে কিছু কম হয় না। এ আমি আপনাকে বলতে পারি।’
‘এল-ক্লাসিকো’তে অক্ষত থাকল বার্সেলোনার টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এই ম্যাচে নামার আগে লা লিগায় ৪২ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। শনিবার না হারলেই বার্সেলোনার রেকর্ড ছুঁয়ে ফেলতো রিয়াল। ২০১৭ সালে লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল মেসিদের বার্সেলোনা। সেই রেকর্ড বাঁচানোর দায় যেন নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন রবার্ট লেওয়ানডোস্কি, ইয়ামালরা। বার্সার ৪ গোলের দুটি লেওয়ানডোস্কির। একটি করে করলেন ইয়ামাল, এবং রাফিনা।
আরও পড়ুন: রইল ১০ দলের খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা! চমকের পর চমকে প্রাক নিলাম জমে পুরো ক্ষীর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)