তপন দেব: ফালকাটায় ধর্ষণ ও খুনের রেশ কাটতে না কাটতেই এবার আলিপুরদুয়ার। এবার আলিপুরদুয়ারের কুমারগঞ্জ ব্লকের হলদিবাড়িতে এক ৯ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা।
আরও পড়ুন-বহু দিন ধরে বউকে এই হুমকিটাই দিচ্ছিল স্বামী, ভয়ংকর কাণ্ড করল যুবক
অভিযুক্ত কাজল মণ্ডল নাবালিকার পূর্ব পরিচিত। একই গ্রামের বাসিন্দা। অভিযুক্তকে ধরে পুলিসের হাতে তুলে গিয়েছেন গ্রামবাসীরা। পুলিস কাজলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে।
এদিকে , গতকাল আলিপুরদুয়ারের ফালাকাটায় এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্ত একজনের গণধোলাইয়ে মৃত্যু হয়। অন্যজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত ব্য়ক্তির উপযুক্ত শাস্তির দাবিতে আজ বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।
ফালকাটার ঘটনা নিয়ে স্থানীয় বিধায়ক বলেন, এনিয়ে বলার কোনও ভাষা নেই। দুজন মধ্যবয়স্ক লোক এরকম কাজ কীভাবে করতে পারে। শিশুটির পরিবার সম্পূর্ণ ভেঙে পড়ছে। ওদের কথা শোনা যায় না। দোষী ধরা পড়েছে। তার দ্রুত শাস্তি হোক। এটাই চাই।
ওই ঘটনা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে আমরা কি মানুষ থেকে অমানুষের দিকে এগিয়ে চলেছি? প্রশাসনের উপরে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। কবে বিচার হবে তা মানুষ জানে না। তাই মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)