বাউন্সে ভরা পারথে শামির বিকল্প কে? বুমরাদের প্রাক্তন কোচ বাছলেন ‘বিরল’ বোলারকেই!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই প্রতীক্ষার অবসান। অজিভূমে অ্যাসিড টেস্ট ভারতের (BGT 2024)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজের (Border Gavaskar Trophy) বোধনে প্য়াট কামিন্স ও জসপ্রীত বুমরা (Pat Cummins vs Jasprit Bumrah) । ২২ নভেম্বর থেকে পারথে শুভারম্ভ ইন্দো-অজি মহাযুদ্ধের। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। বাউন্সে ভরা অপটাস স্টেডিয়ামে ভারতের চতুর্থ জোরে বোলার কে হবেন? এই নিয়ে চলছে জোর চর্চা। তবে ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ ( Bharat Arun) বেছে নিলেন স্রেফ হর্ষিত রানাকে (Harshit Rana)

আরও পড়ুন: করোনা আক্রান্ত রোহিত ছিলেন নিভৃতবাসে! মনে পড়ে শেষবার বুমরার নেতৃত্বে কী হয়েছিল?

রানাকে নিয়েই বুমরা প্রথম একাদশ সাজাক বলেই মত ভরতের। কেকেআরের থাকাকালীন রানার সঙ্গে কাজ করেছেন ভরত। খুব ভালো ভাবেই তিনি জানেন যে, তরুণ পেসার কী করতে পারেন। ভরত এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্‍কারে বলেন, ‘রানার আত্মবিশ্বাসই কিন্তু আলাদা। ও নিজের ক্ষমতা সম্পর্কে খুবই নিশ্চিত এবং বড় মঞ্চে ডরায় না। লম্বা বোলার। বাউন্স তৈরি করতে পারে। এবং বলে মুভমেন্ট রয়েছে। যেটা ওর হয়ে কথা বলে। একই সঙ্গে বাউন্স ও মুভমেন্ট রয়েছে, এমন বোলার কিন্তু বিরল। অস্ট্রেলিয়ার পরিবেশে ও কিন্তু ভীষণ কার্যকরী বোলার হবে ভারতের জন্য়। খুব কাছ থেকে আমি ওকে দেখেছি। ওর আত্মবিশ্বাসই আমাকে বাকিদের থেকে ওকে আলাদা করে।’

রানা চলতি বছর কেকেআরকে আইপিএল চ্য়াম্পিয়ন করানোর অন্য়তম কারিগর ছিলেন। তুলে নিয়েছিলেন ১৯ উইকেট। ২২ বছরের নয়াদিল্লির পেসার এরপরই জাতীয় দলে ডাক পান। তবে রানা এখনও পর্যন্ত দেশের জার্সিতে কোনও সংস্করণেই খেলেননি। তবে অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে তিনি খেলেছেন রঞ্জি। জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে কাজ করেছেন ফিটনেস নিয়ে। অন্য়দিকে ভরত এখন শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কাজ করছেন। কেকেআরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, ও রমনদীপ সিংয়ের সঙ্গে কেকেআর রানাকেও রিটেন করেছে আগামী মরসুমের জন্য়।

আরও পড়ুন: অনেক হয়েছে! এবার তিনিই পাকাপাকি অধিনায়ক? বুমরার বিরাট বিবৃতিতে ধেয়ে এল মহাপ্রলয়…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *