জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘যেখানে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে। তখন কেন তাকে খাইয়ে জেলে রাখব? কেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে না’? ‘ধর্ষক’দের ফাঁসির শাস্তির দাবিতে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ‘সামাজিক এই অপরাধকে সরাতে হলে একমাত্র উপায় আইন। । রাজ্য সরকার বিল করেছে। কিন্তু দু’মাস ধরে রাষ্ট্রপতির কাছে এর উচ্চবাচ্য নেই। ধর্ষণ ছাড়াও, অ্যাসিড আক্রান্তদের জন্যেও কড়া বিধান রাখা আছে। কেন্দ্রীয় সরকার চাইলে এটা করতেই পারে’।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘কলকাতার বুকে ৫ হাজার ডাক্তারকে নিয়ে কনভেশন করব’, ঘোষণা অভিষেকের
স্বাস্থ্য এবার ‘ডায়মন্ড’ মডেল। আজ, শনিবার নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে আরজি কাণ্ডের প্রসঙ্গে তোলেন তিনি। বলেন, ‘আমাদের রাজ্য সরকার কোনও প্রতিবাদে বাধা দেয়নি। গুলি না চালিয়েও, বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। মানুষের দাবিকে মান্যতা দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের সাথে একাধিকবার কথা বলেছেন। জুনিয়র ডাক্তাররা বলেছিলেন পুলিশ কমিশনারকে সরাতে। ধরে নিলাম ১৪ আগস্ট রাতে তাঁর গাফিলতি ছিল। ডায়রেক্টর হেলথকে সরাতে বললেন। কই তাতে কি ধর্ষণ বন্ধ হয়ে গেল’?
চিকিত্সকরে অভিষেকের ‘অনুরোধ’, ‘কোথাও কিছু হলে আমাকে জানান। আমি আগেও দলগত ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও করার চেষ্টা করব। অনেকে আবেগপ্রবণ হয়ে কর্মবিরতি করলেন। মনে রাখবেন আপনার প্রতিবাদের কারণে যদি কারও জীবন চলে যায়, তাহলে যে কারণে প্রতিবাদ করলেন সেটা ব্যর্থ হয়ে যায়। আপনাদের শপথের সম্মান রাখুন।কয়েকজন আছে যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জুনিয়রদের রাস্তায় নামিয়েছে। কই আপনারা বিল নিয়ে রাস্তায় নামুন দেখি, কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি থাকব’।
অগস্ট থেকে সেপ্টেম্বর। আরজি কর কাণ্ডে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেছিল রাজ্য। অভিষেক বলেন, ‘একটা দূর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে যে ভাবে দেখানো হয়েছিল। আর জি করের ঘটনার নিন্দা প্রথম দিন থেকে করেছি। এর প্রতিকার হল আইন। দুই তিন মাস প্রতিবাদ হয়েছে। মানুষ রাস্তায় নেমেছে। আমাদের রাজ্য সরকার অপরাজিতা বিল এনেছে বিধানসভায়। আমি প্রাইভেট বিল আনব আগে বলেছিলাম। অপরাজিতা বিল রাষ্ট্রপতি ছেড়ে দিলে, দেশে এটা আইন হয়ে যাবে। না হলে আমি প্রাইভেট মেম্বার বিল আনব। সাথে কেউ থাকুক না থাকুক’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)