Suvendu Adhikari| Bangladesh: বাংলাদেশে রাজাকারের বাচ্চাদের আত্মসমর্পণ করাবে ভারত, পেট্রাপোলে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে হামলা হচ্ছে সংখ্যালঘুদের উপরে। পাল্টা ক্ষোভ বাড়ছে এপারে। ভারত সরকারের পক্ষ থেকেও বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদ করা হয়েছে। সোমবার পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। দিলেন পণ্য পরিবহণ বন্ধের হুঁশিয়ারি।

আরও পড়ুন-‘শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক’, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি মমতার!

সোমবার পেট্রাপোল সীমান্তে এক সভা থেকে বাংলাদেশের ইউনূস সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে জঙ্গিদের দেশ বলেও তিনি সরব হন। বাংলাদেশ থেকে হু হু করে অনুপ্রবেশকারী ঢুকছে। তাদের চিহ্নিত করা হবে বলে হুমকি দেন বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, একাত্তরে পাকিস্তানের সেনাপ্রধান আত্মসমর্পণ করেছিল। আর এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। ভারত শুধুমাত্র একটা দেশ নয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে পৃথিবীর একটি শক্তিশালী রাষ্ট্র।

শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, শুভেন্দু অধিকারীর মতো অসংযমী বক্তব্য কারও রাখা উচিত নয় বিশেষকরে যারা কেন্দ্রের শাসকদলে রয়েছে। শুভেন্দু অধিকারী যে সীমান্তে গিয়ে এমনসব বক্তব্য রাখছেন তা বোধহয় নরেন্দ্র মোদীও জানেন না। এসব জানলে রীতিমত বকুনি খাবেন।

গত ২৪ ঘণ্টায় পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে কোনও বাণিজ্য হয়নি। শুভেন্দু অধিকারী বলেন, পাঁচ দিন অপেক্ষা করা হবে। বাংলাদেশের পরিস্থিতি না বদল হলে পেট্রাপোল সীমান্ত অবরুদ্ধ করে দেব। যতক্ষণ না ইস্কন সন্ন্যাসীদের ছাড়া হচ্ছে ততদিন আন্দোলন চলবে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *