জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময়ে ফুচকাও বিক্রি করেছেন তিনি। তবে এসব আজ অতীত। তিনি এখন ভারতীয় দলের স্টার ওপেনার। বলে দেওয়ার আর দরকার নেই যে, কথা হচ্ছে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। অভাবের অন্ধকার পেরিয়ে বছর বাইশের ক্রিকেটার স্বপ্নের উড়ানে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফি (BGT 2024-25) যশস্বীর প্রথম অস্ট্রেলিয়া সফর। এখানেও তিনি ছাপ রেখেছেন। পারথ টেস্টে ১৬১ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন যে, তিনিই আগামীর সুপারস্টার। আর এবার যশস্বীর সামনে চলে এসেছে এক বিরল টেস্ট রেকর্ডের সুযোগ। সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ছাপিয়ে যেতে পারেন যশস্বী।
আরও পড়ুন: জানেন ডনের টুপি নিলামে কত দামে বিক্রি হল ? ওই টাকায় আইপিএলে ৮ ক্রিকেটার কেনা যায়!
যশস্বী চলতি বছর টেস্টে এখনও পর্যন্ত ১২৮০ রান করেছেন ডজন ম্য়াচের ২৩ ইনিংসে। তাঁর গড় ৫৮.১৮। আগুনে ফর্মে ৩ সেঞ্চুরি ও ৭ হাফ-সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। ভারতীয়দের মধ্য়ে এক বছরে টেস্টে সর্বাধিক রানশিকারি সচিন। তিনি ২০১০ সালে করেছিলেন ১৫৬২ রান। সচিনের এই বিরাট রেকর্ড প্রায় ১৪ বছর ধরে অক্ষত। তবে আর সুরক্ষিত নয়। কারণ ভাঙতে ধেয়ে আসছেন যশস্বী। তাঁর আর প্রয়োজন ২৮২ রান। যশস্বী যে ফর্মে আছেন তাতে করে, আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা অ্যাডিলেড টেস্টেই এই রেকর্ড তিনি ভেঙে দিতে পারেন। এখন দেখার যশস্বী কী করেন! অ্যাডিলেডে না পারলেও তাঁর কাছে সুযোগ থাকবে ব্রিসবেন (১৪-১৮ ডিসেম্বর) ও মেলবোর্ন (২৬-৩০ ডিসেম্বর) টেস্টে করার।
আরও পড়ুন: ‘ক্রিকেট ছাড়ো, বাচ্চা সামলাও’! কেন বিয়ে করেননি মিতালি রাজ? মুখ খুললেন কিংবদন্তি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)