‘৯০ লক্ষ লোক কি সত্যিই জল পেয়েছে? নিরপেক্ষ সংস্থা দিয়ে সমীক্ষা করা উচিত’! CM Mamata Banerjee in PHE Meeting in Nabanna


নবান্নে ফের PHE-র বৈঠক। জলচুরি রুখতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বললেন, ‘অভিযোগ আসলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও কোনও আধিকারিক এতে যুক্ত ছিলেন।  ৩৭৩ সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  ১১২ চুক্তি গাফিলতির কারণে বাতিল হয়েছে। ২৩ আধিকারিককেও শো-কজ করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার সাথে মুখ্যসচিব মিটিং করেছেন। আশা করি তাদের থেকে সাহায্য পাব’।


Updated By: Dec 9, 2024, 05:16 PM IST





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *