গায়েব ঠান্ডা? ক্রিসমাসের আমেজে সাময়িক বিরতি এলেও নিউ ইয়ারের আগেই জমাটি ইনিংস খেলবে শীত…। short span of Recess in ongoing winter forecast of cold on new year eve cold wave expected bengal winter update Bengal Weather Update Bengal Weather Forecast


অয়ন ঘোষাল: গতকাল, বুধবার বিকেলের দিকেই জানা গিয়েছিল শীতে একটা ব্যাঘাত ঘটতে চলেছে। সেই আশঙ্কাই আরও মান্যতা পেল। বৃহস্পতিবারের সকালের আবহাওয়ার আপডেটে জানা গেল, আপাতত শীত গায়েব, তবে বড়দিনের আগে সামান্য কমতে পারে তাপমাত্রা। অবশ্য নতুন বছরের প্রথম সপ্তাহেই ফিরতে পারে জাঁকিয়ে শীত, জানা গিয়েছে এ-ও। 

আরও পড়ুন: Horoscope Today: মিথুনের আর্থিক লাভ, কর্কটের খ্যাতি, সিংহের সুখ, তুলার জয়! জেনে নিন, কেমন কাটবে আপনার দিন…

উত্তরবঙ্গ

শুক্রবার ও শনিবার তুষারপাতের সম্ভাবনা রাজ্যের পার্বত্য এলাকার উঁচু জায়গায়। হালকা তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিং ও কালিম্পংয়ের নিচু এলাকায় বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গ

শুক্রবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনায় । বিক্ষিপ্তভাবে হালকা থেকে খুব হালকা বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে, পুরুলিয়ায়, বাঁকুড়ায়, পূর্ব ও পশ্চিম বর্ধমানে, বীরভূমে, মুর্শিদাবাদে এবং নদীয়া জেলায়। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদীয়া জেলায়। তার আগে পারদ ঊর্ধ্বমুখী। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শনিবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শীতের আমেজে সাময়িক বিরতি। আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মূলত মেঘলা আকাশের সম্ভাবনা।

বৃষ্টির পরে আগামী সোম-মঙ্গলবার ফের নামবে পারদ। বইবে উত্তুরে হাওয়া। বড়দিনের উৎসবে ফের শীতের হালকা আমেজ ফিরতে চলেছে। তবে জাঁকিয়ে শীত নতুন বছরের আগে নয়। 

পরিসংখ্যান

রাতের তাপমাত্রা বেড়ে ১৬ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা বেড়ে হয়েছিল ২৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৬ শতাংশ। 

আরও পড়ুন: Baba Vanga’s 2025 Zodiac Signs Predictions: কোন রাশির জাতকেরা ২০২৫ সালে টাকার পাহাড়ে বসে থাকবেন? দেখে নিন, স্বয়ং বাবা ভাঙ্গা কী বলেছেন…

ভিন রাজ্যে

প্রবল বৃষ্টি তামিলনাড়ু পুদুচেরি করাইকালে। অন্ধ্রপ্রদেশ এবং রায়েলসীমায় ভারী বৃষ্টি। ঘন কুয়াশা দিল্লি হরিয়ানা চন্ডীগড় পাঞ্জাবে। শৈত্য প্রবাহের সতর্কতা জম্মু কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল উত্তরাখণ্ড এবং রাজস্থানে। মধ্যপ্রদেশের উত্তর দিকের বিস্তীর্ণ অংশ শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি পাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *