জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আম্বেদকর বিতর্কে এবার পথে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে’।
আরও পড়ুন: TMC: ‘দলবিরোধী’ কাজে কড়া পদক্ষেপ, বহিষ্কৃত তৃণমূলের শিক্ষাসেলের দুই শীর্ষ নেতা!
ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না। এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন’।
মমতার মতে, ‘এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা’। সঙ্গে বার্তা, ‘আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই’।
ঘটনাটি ঠিক কী? সংবিধানের ৭৫ বছর উপলক্ষে তখন বিতর্ক চলছিল সংসদে। মঙ্গলবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর বলা এখন (বিরোধীদের) ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যদি তারা এই ভাবে ঈশ্বরের নাম নিত, তাহলে তারা স্বর্গে জায়গা পেত’। শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। একই পথে কংগ্রেসও। আজ, শুক্রবার আম্বেদকর বিতর্ক বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সাংসদ।
আরও পড়ুন: Beleghata ID Hospital: বেলেঘাটায় আইডিতে উদ্ধার মানুষের খুলি-হাড়়গোড়! আঁৎকে উঠেছেন এলাকাবাসী…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)