Contai Co Operative Election: স্বমহিমায় মমতা! কাঁথি সমবায় ব্যাঙ্ক নিয়ে উত্তম-অখিলকে ধমকে বোঝালেন তিনিই শেষ কথা…


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়-প্রবীর চক্রবর্তী: পূর্ব মেদিনীপুরে অখিল বিরোধী গোষ্ঠীকে চূড়ান্ত ভর্ৎসনা তৃণমূলের শীর্ষ নেতৃত্বর। কোনও প্যানেল বদল হবে না, জানিয়ে দেওয়া হল তৃণমূলের শীর্ষ নেতৃত্বর তরফে। এদিন জেলার সব নেতাদের নিয়ে বৈঠকে বসেন সুব্রত বক্সী। সূত্রের খবর, সেখানেই টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন। যাঁরা এমন আচরণ করেছেন তাঁদের চূড়ান্ত সতর্কতা দিয়েছেন দলের সুপ্রিমো।

আরও পড়ুন- Dance Bangla Dance Fame Dancer Death: মানসিক অত্যাচারের শিকার! উদ্ধার ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ…

দলের চেয়ারপার্সন তিনি, আরও অনেক দিন তিনি আছেন ফলে দলের সিদ্ধান্ত শুনেই সকলকে চলতে হবে, বুধবার কাঁথি সমবায় নির্বাচন নিয়ে ডাকা এক বৈঠকে এমনই বার্তা দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মাধ্যমে ফোনে রামনগরের বিধায়ক অখিল গিরি এবং পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে বলেন, তিনি যে লিস্ট পাঠিয়েছেন নির্বাচনের জন্য ক্যানডিডেট হিসেবে মনোনীত করে, সেই লিস্টকেই সকলকে মান্যতা দিতে হবে। যাঁরা বিরোধিতা করে মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা আগামীকাল দুপুরের মধ্যে তা প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। নির্বাচনের আগেই শুরু হয় উত্তম বারিক ও অখিল গিরির দ্বন্দ্ব। একে অপরকে মুহুর্মুহু হুমকি দিচ্ছেন তাঁরা। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি, ১৫ জন ডিরেক্টর নির্বাচন হবে। ১৫টি আসনের জন্য মোট ২৬টি মনোনয়ন জমা পড়েছে। ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে, বাকি ১১টি আসন নিয়ে চলছে টানাপোড়েন। 

আরও পড়ুন- Bangladesh: ২ বারের বেশি প্রধানমন্ত্রীত্ব নয়, বদলের বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় বড়সড় রদবদল…

এই পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বুধবার তাঁর দক্ষিণ কলকাতার প্রিয়নাথ মল্লিক রোডের অফিসে বৈঠকের ডাক দেন। সেই বৈঠকেই রাজ্য সভাপতির ফোনে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি অখিল গিরি ও উত্তম বারিককে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। অবিলম্বে পারস্পরিক দ্বন্দ্ব মিটিয়ে দলের নির্দেশ মতো কাজ করার কথা বলেন। দলীয় নির্দেশিকা না মানলে দুজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও যে নেওয়া হতে পারে, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *