জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার ১৮ জানুয়ারি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কোল্ড প্লের কনসার্ট। তার ঠিক আগেই সকাল সকাল শিবের আশীর্বাদ নিতে পৌঁছলেন ক্রিস মার্টিন এবং তাঁর সঙ্গী ডেকোটা জনসন। ভারতে মিউজিক্যাল শুরুর আগেই মুম্বইয়ের ঐতিহ্যবাহী প্রাচীন শিবমন্দিরে পুজো দিতে দেখা গেল ক্রিস মার্টিন এবং হলিউডি অভিনেত্রী প্রেমিকা ডেকোটা জনসনকে। মন্দিরেরে রীতিনীতি মেনে নন্দীর কানে ফিসফিসয়ে বলে দিলেন নিজের মনস্কামনা। এদিকে ক্রিস মার্টিনকে দেখে মন্দির চত্বরে ভিড় জমে যায়। তবে শান্তিমনে পুজো দিয়ে হাসিমুখেই পোজ দিতে দেখা গেল তাঁদের।
আরও পড়ুন: সইফের পর গুরুতর আহত অর্জুন কাপুর! তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে…
মন্দিরে ট্র্যাডিশনাল সাজেই দেখা গেল ক্রিস মার্টিন এবং ডেকোটা জনসনকে। ক্রিস মার্টিন পড়েছিলেন নীল কুর্তা। গলায় রুদ্রাক্ষের মালা। ডেকোটার পরনে ছিল প্রিন্টেড সালোয়ার স্যুট। মাথা ঢাকা ওড়নায়।
উল্লেখ্য, ভারতে কনসার্ট করতে আসার আগেই নানান আইনি বিপাকে পড়তে হয় এই ব্রিটিশ রক ব্যান্ডকে। জারি হয়েছিল নানা নোটিশ। সেই সমস্ত ঝামেলা সরিয়ে শনিবারের পাশাপাশি রবিবার এবং সোমবারও যথাক্রমে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কোল্ড প্লের কনসার্ট রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)