বিমল বসু: সাতসকালে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল স্বরূপনগরের দত্তপাড়ায়। প্রশাসন সূত্রে খবর, বছর ৩২ এর ইসারুল গাজী নামে ওই যুবক বাড়ি থেকে মোটরবাইকে করে স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালী গ্রাম থেকে স্বরূপনগর থানার ডাক বাঙলার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সকাল সাড়ে ছটা নাগাদ গোবিন্দপুর পঞ্চায়েতের দত্তপাড়ার কাছে পিছন দিক থেকে ২ মোটর বাইকে জনা ছয়েক দুষ্কৃতী এসে তাকে আটকায়।
আরও পড়ুন-তাপমাত্রা কমবে বেশ কিছুটা, হালকা বৃষ্টিতে ভিজবে এইসব জেলা
বাংলাদেশ লাগোয়া দত্তপাড়ায় যেখানে ইসারুলকে আটকানো হয় সেই জায়গাটি ঘন বসতিপূর্ণ। বাইকবাহিনী তাকে ঘিরে ধরতেই ইসারুল বাইক ফেলে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে। সেই বাড়ি থেকে ইসারুলকে বের করে এনে বেধড়ক মারধর শুরু করে দুষ্কৃতীরা। তার কাছ থেকে কিছু একটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তি শুরু করে ইসারুলও। এর মধ্যেই ইসারুলের পেটে ও বুকে গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। এরপরই তার গায়ে থাকা কোটটি খুলে নিয়ে পালায়। সন্দেহ করা হচ্ছে ওই কোটের মধ্য়ে দামি কোনও জিনিস ছিল। তার লোভেই এই কাণ্ড।
স্থানীয় বাসিন্দারা পুলিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিস ও স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইসারুলকে স্থানীয় শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিসের প্রাথমিক অনুমান মৃত ব্যক্তির কাছে দামি কোনও জিনিস ছিল। সেইগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যই তাকে গুলি করা হয়। মৃত ব্যক্তির সঙ্গে দুষ্কৃতীদের পূর্ব পরিচিত আছে বলেই মনে করছে পুলিস। দুষ্কৃতীদের ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)