সুখবর! গড়িয়া থেকে এবার মেট্রোতে সোজা বিমানবন্দর…Metros trial run starts in Naopara airport route


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  কবে থেকে চালু যাত্রী পরিষেবা? ডিসেম্বরে প্রথমবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল মেট্রো। নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবার শুরু হয়ে গেল ট্রায়াল রান। আপ, সঙ্গে ডাউনও। দুই লাইনে চলবে এই ট্রায়াল রান। ট্রায়াল রান শেষ হলে রেলের সেফটি কমিশনের কাছে ছাড়পত্রের জন্য আবেদন জানানো হবে। 

আরও পড়ুন:  ICDS: জট কাটল ICDS সুপারভাইজার নিয়োগের, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের!

পোশাকি নাম, ‘ইয়ালো লাইন’। স্টেশন চারটি। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড আর জয় হিন্দ(কলকাতা বিমানবন্দর)। মেট্রো পথে দূরত্ব ৭ কিমি-র কিছু বেশি। প্রথমে ঠিক ছিল, এই রুটে প্রথম পর্যায়ে নোয়াপাড়া থেকে যশোর রোড পর্যন্ত মেট্রো চলবে। কিন্তু পরে বিমানবন্দরকে প্রথম পর্যায়ের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সবকটি স্টেশনের কাজও কার্যত শেষ। আজ, শুক্রবার থেরে এই রুটে শুরু হল ট্রায়াল রান।

কবি সুভাষ থেকে এখন  এসপ্ল্যানেড  এসে স্টেশন বদল না করেই মেট্রোয়  হাওড়া ময়দান চলে যেতে পারেন যাত্রীরা। এরপর ইয়েলো লাইনে যখন পরিষেবা চালু হবে, তখন কবি সুভাষ থেকে একইভাবে যাওয়া হবে কলকাতা বিমানবন্দরেও। সেক্ষেত্রে কবি সুভাষ থেকে নর্থ সাউথ মেট্রোয় নোয়াপাড়ায় যেতে হবে যাত্রীদের।  তারপর সেখান থেকে মিলবে বিমানবন্দরে যাওয়ার মেট্রো।

আরও পড়ুন:  Drug Quality Test: আরও ৫১ ওষুধ নিম্নমানের! প্যারাসিটামল, হার্ট, অ্যান্টিবায়োটিক কী নেই?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *