জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই সংস্করণ মিলিয়ে মোট ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড এই মুহূর্তে ভারতে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম ৫ ম্যাচের টি-২০আই সিরিজে জস বাটলারদের ৪-১ দুরমুশ করেছে। কুড়ি ওভারের পাট চুকিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত এবার তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে (Champions Trophy 2025) এটাই ভারতের হাতে-কলমে অন্তিম মহড়া।
আজ, বৃহস্পতিবার নাগপুরের সিরিজের শুভারম্ভ হয়ে গেল। খেলা চলছে জামথার ভিসিএ স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২৪৮ রানে গুটিয়ে গেল। এদিন বিরাট কোহলি চোটের কারণে খেলতে পারেননি। যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা ওডিআই অভিষেক করলেন। অভিষেকেই ছাপ রাখলেন হর্ষিত। ৭ ওভার বল করে ৫৩ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। ভারতের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও পেলেন ৩ উইকেট। পেস-স্পিনের যুগলবন্দিতে ইংরেজরা ৪৭.৪ ওভারে শেষ হয়ে গেল।
আরও পড়ুন: কমলা শহরে হর্ষিত-জাদেজার হাতযশ, ইংরেজরা গুটিয়ে গেল ২৪৮ রানে!
এদিন জাদেজা বিরল ইতিহাস লিখলেন। পঞ্চম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট পূর্ণ হল তাঁর। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ওডিআই সংস্করণে সর্বাধিক উইকেটশিকারি হলেন তিনি। জাদেজা জেমস অ্যান্ডারসনকে ছাপিয়ে গেছেন। অ্যান্ডারসন ৪০ উইকেট নিয়েছিলেন। জাদেজা নিলেন ৪২ উইকেট। জাদেজা ৮০ টেস্টে ৩২৩ উইকেট নিয়েছেন, ১৯৮ ওডিআইতে তাঁর ২২৩ উইকেট হয়ে গেল। ৭৪ টি-টোয়েন্টিআইতে ৫৪ উইকেট নিয়েছেন জাড্ডু।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক উইকেটশিকারি
অনিল কুম্বলে – ৪০১ ম্যাচে ৯৫৩ উইকেট
রবিচন্দ্রন অশ্বিন – ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট
হরভজন সিং – ৩৬৫ ম্যাচে ৭০৭ উইকেট
কপিল দেব – ৩৫৬ ম্যাচে ৬৮৭ উইকেট
রবীন্দ্র জাদেজা – ৩৫২ ম্যাচে ৬০০ উইকেট
জহির খান – ৩০৩ ম্যাচে ৫৯৭ উইকেট
জভাগাল শ্রীনাথ – ২৯৬ ম্যাচে ৫৫১ উইকেট
মহম্মদ শামি – ১৯১ ম্যাচে ৪৫২ উইকেট
জসপ্রীত বুমরাহ – ২০৪ ম্যাচে ৪৪৩ উইকেট
ইশান্ত শর্মা – ১৯৯ ম্যাচে ৪৩৪ উইকেট
ভারত বনাম ইংল্যান্ড ওডিআইতে সর্বাধিক উইকেটশিকারি
রবীন্দ্র জাদেজা ৪২
জেমস অ্যান্ডারসন ৪০
অ্যান্ড্রু ফ্লিনটফ – ৩৭
হরভজন সিং – ৩৬
জাভাগল শ্রীনাথ ও আর অশ্বিন – ৩৫
আরও পড়ুন: মাথায় আকাশ ভেঙে পড়ল অজিদের, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আচমকাই অবসর মহাতারকার…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)