দিল্লির পাশাপাশি গেরুয়া ঝড় বাংলাতেও‌! সমবায় ভোটে ১১ আসনে সবেতেই বিজেপির জয়…| BJP took over Khejuri Nivedita Cooperative Society of East Medinipur district


কিরণ মান্না: শুভেন্দুর খাস তালুকে সমবায় সমিতিতে বিজেপির একচেটিয়া জয়। ১১ টি আসনে ১১টি তেই বিজেপির জয়। একটিও আসনে শাসক দল খাতা খুলতে পারল না। পূর্ব মেদিনীপুর জুড়ে সমবায় ভোট নিয়ে ব্যাপক উত্তেজনা মারামারি খুনোখুনির মাঝে খেজুরিতে নিরঙ্কুশ জয় লাভে বর্ণাঢ্য ব়্যালি সহ আবির খেলায় মেতেছে গেরুয়া শিবির।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিবেদিতা সমবায় সমিতি দখল করল বিজেপি। দীর্ঘদিন ধরে শাসকদলের দখলে ছিল এই সমবায় সমিতির। এবার ১১টি আসনে ১১ টি তেই জয়লাভ করে বিজেপি। একদিকে যখন দিল্লিতে বিজেপি সরকারের জয়জয়কার ঠিক তেমনি ভাবে এদিন পূর্ব মেদিনীপুর জেলা খেজুরি বিধানসভার অন্তর্গত নিবেদিতার সমবায় সমিতি বিজেপি দখল করায় কার্যত খুশির হাওয়া জেলা জুড়ে। 

আরও পড়ুন:Tollywood: কর্মবিরতি আর নয়! শ্যুটিং ফ্লোরে ফিরলেন পরিচালকরা, ক্ষমা চাইলেন শ্রীজিত্‍…

এদিন কাঁথি শহর জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপির ১১ জন প্রার্থীর মধ্যে মণ্ডল সভাপতি সূর্যকান্ত দাস এবারে এই সমবায়ে বিজেপি দলের পক্ষ থেকে প্রার্থী ছিলেন তিনি। সর্বোচ্চ ভোটে জয়লাভ করেন বর্তমানে সূর্যকান্ত দাস জেলে রয়েছেন তাকে শাসক দল মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। বিজেপি পক্ষ থেকে জানানো হয়েছে? সূর্যকান্ত খেজুরি ১এর মণ্ডল সভাপতি ছিলেন তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে শাসক দল। যে কারণে এই সমবায় ভোটে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে।

যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে। রাজ্যে গণতন্ত্র রয়েছে তারই নিদর্শন এই বিজেপির জয়লাভ। গণতন্ত্র হারিয়েছে বলে বিরোধী দলনেতা-সহ বিজেপি দিকে দিকে যে অভিযোগ তুলছে তা মিথ্যে প্রমাণিত হল। তাছাড়া বিজেপি ব্যাপক সন্ত্রাস চালানোর ফলে এই ধরনের তাদের জয়লাভ এসেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *