Indian Boxer Saweety Boora News: এশিয়াডজয়ী স্বামী পুরুষদের প্রতি চরম আকৃষ্ট! বিশ্বচ্যাম্পিয়ন স্ত্রী ভিডিয়ো হাতে…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অর্জুনজয়ী প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সুইটি বুরা (Saweety Boora)। তিন বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন কাবাডি খেলোয়াড় দীপক হুডাকে (Deepak Hooda)। যিনি এশিয়াডে দেশের হয়ে একাধিক পদক জিতেছেন। সবই ঠিক ছিল দেশের দুই কৃতী খেলোয়াড়ের জীবনে। তবে চলতি বছরে এসে তাল কাটল, দেশের দুই কৃতীরই বিবাহিত জীবনে এখন ঝড় চলছে। দীপকের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করেছেন সুইটি। তিনি বলছেন যে, দীপকের পুরুষদের প্রতি আগ্রহ রয়েছে। সুইটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি আবেগঘন ভিডিয়োতে কান্নায় ভেঙে পড়েছেন। সুইট বলছেন যে, স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সমস্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সুইটি বলেন, ‘আমি কোনও আজেবাজে কথা বলতে চাইনি, তবে আমি এটা জানাতে বাধ্য হচ্ছি যে, দীপক পুরুষদের প্রতি আগ্রহী। অন্যান্য পুরুষদের সঙ্গে তার ভিডিও দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি কখনও এই পথে যেতে চাইনি, তবে আমি আদালতে সমস্ত প্রমাণ তুলে ধরব। আমি এই বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চাইনি, কিন্তু আমার স্বামী দায়িত্ব নিতে অস্বীকার করেছে। আমার কাছে সমস্ত ভিডিয়ো এবং প্রমাণ আছে, যা আমি আদালতে জমা দেব। সে আমাকে যা যা করতে বাধ্য করিয়েছে, তা আমি এবার দেখাব। আমি প্রথমে সাদামাটা বিবাহবিচ্ছেদ চেয়েছিলাম, কিন্তু এখন আমার আর কোনও উপায় নেই। যে বিষয়গুলি নিয়ে আমার বাবা-মায়ের সঙ্গেও আলোচনা করতে খুব বিব্রত বোধ করতাম, এখন দীপকের কর্মকাণ্ডের কারণে আমাকে প্রকাশ্যে তা বলতেই হচ্ছে। আমি আদালতে সবকিছু প্রমাণ করব, কারণ আমি তার মতো কোনও মিথ্যা অভিযোগ করিনি।’

কয়েকদিন আগে অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় সুইটি তাঁর স্বামীকে হরিয়ানার হিসারের এক পুলিস স্টেশনের হেনস্থা করছেন। এর আগেও  ভাইরাল সেই ভিডিওতে, সুইটিকে দেখা যায় হুডার উপর ঝাঁপিয়ে পড়ে, তাঁর গলা চেপে ধরে আক্রমণ করতে। থানার ভিতরেই তীব্র তর্ক-বিতর্ক শুরু হওয়ার পর পরিবারের সদস্যদের হস্তক্ষেপে দম্পতিকে আলাদা করা যায়।

সুইটি সম্প্রতি পুলিসের দ্বারস্থ হয়েছিলেন। তিনি দীপক ও তাঁর পরিবারের বিরুদ্ধে পণের জন্য নির্যাতনের অভিযোগ এনেছেন। সুইটির অভিযোগের ভিত্তিতে দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হরিয়ানার হিসারের পুলিস। জানা যাচ্ছে গত ২৫ ফেব্রুয়ারি সুইটি এই অভিযোগ করেছেন দীপকের নির্মমতার বিরুদ্ধে। ঘটনাচক্রে সুইটি নিজেও পুলিস। তিনি এসএইচও ওরফে স্টেশন হাউজ অফিসারের পদে রয়েছেন। পুলিস জানিয়েছে, সুইটির থেকে লাক্সারি গাড়ির দাবি করেছিলেন দীপক। তা না পেয়ে কাবাডি খেলোয়াড় বক্সারকে মারধর করতেন। পণবাবদ আরও টাকার দাবিও জানাতেন। ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ ধারার মামলা দায়ের করা হয়েছে দীপকের বিরুদ্ধে। যা কোনও মহিলাকে স্বামী বা স্বামীর আত্মীয়ের দ্বারা নিষ্ঠুরতার শিকার হওয়ার সঙ্গে সম্পর্কিত। 

আরও পড়ুন: আইপিএলের মাঝেই বিগ ব্রেকিং; ৩ নক্ষত্রের ভবিষ্যৎ নির্ধারণ বোর্ডের, অবসর নিলেন তিনি!

আরও পড়ুন: যত দোষ ইডেনেরই? গুয়াহাটিতেও একই অবস্থা! রিয়ানের পা ছুঁতে ফেন্সিং টপকে মাঠে ভক্ত…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *