শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: মাধ্যমিকের প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস? ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগে এবার পুলিসের দ্বারস্থ পর্ষদ। অভিযোগ দায়ের করা হল বিধাননগর পূর্ব থানায়। শুধু তাই নয়, বাতিল ৩ জনের পরীক্ষাও।
আরও পড়ুন: Madhyamik 2025: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’! মাধ্যমিকের দিনই ঘরে ঝুলছে কিশোরীর দেহ…
ঘটনাটি ঠিক কী? আজ, সোমবার থেকে শুরু হয় হল মাধ্যমিক। তখনও পরীক্ষা আরম্ভ হয়নি। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে দুটি প্রশ্নপত্র! দুটি ইন্সটাগ্রাম পেজে ওই প্রশ্নপত্রগুলি পোস্ট করা হয়। পর্ষদের দাবি, এবছরের নয়, প্রশ্নপত্র দুটি গতবছরের। কিন্তু ক্যাপশনে লেখা ছিল, ‘২০২৫-র মাধ্যমিকের প্রশ্নপত্র’। মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভান্ত তৈরি করা হয়েছে। পর্ষদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিসের সাইবার সেল।
এদিকে মাধ্য়মিকের প্রথমদিনে বাতিল ৩ জনের পরীক্ষা। কেন? পর্ষদের সূত্রে খবর, আলিপুরদুয়ারের নিউটাউন গার্লস স্কুলের পরীক্ষা শুরু ২ ঘণ্টার মধ্যে দেখা যায়, এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রয়েছে একজনের। হাওড়ায় বালি শান্তিরাম বিদ্যালয়ে আবার পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীর কাছে পাওয়া গিয়েছে স্মার্টওয়াচ। হুগলির গরলগাছা বালিকা বিদ্যালয়ে বোনের হয়ে দিদি পরীক্ষা এসেছিলেন। ৩ জনেরই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।
গরলগাছা গার্লস হাইস্কুলে সিট পড়েছে ল কুমিরমোরার আরকেএন হাইস্কুলের পড়য়াদের। পরীক্ষা শুরু আগে নিয়মাফিক অ্যাডমিট কার্ড মেলাচ্ছিলেন পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। তখনই দেখা যায়, অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে এক পরীক্ষার্থীর মুখের মিল নেই! এরপর যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন জানা যায়, মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দিতে এসেছেন তাঁর কলেজ পড়ুয়া দিদি।
আরও পড়ুন: KMC: নিজেই বলল বাংলাদেশি! মেয়রের ঘরের সামনে আটক যুবককে এবার গ্রেফতার করল পুলিস..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)