জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোহা আলি খানের সাম্প্রতিক এক সাক্ষাত্কার তাঁদের রয়্যাল ফ্যামিলি সম্পর্কে অনেককেই অবাক করেছে। আসন্ন ছবি ‘ছোরি ২’-এর প্রচার। সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেত্রী তাঁর বেড়ে ওঠার সময়ের অনেক কথা বলেছেন। তাঁর মা শর্মিলা ঠাকুরই ছিলেন পরিবারের উপার্জনশীল ব্যক্তি।
সোহা জানিয়েছেন তাঁর বাবা তাঁর জীবনের আদর্শ ছিলেন। বাবাকে আদর্শ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কাছের মানুষরা প্রায়ই আমাদের প্রভাবিত করেন। আমার বড় আদর্শ ছিলেন আমার বাবা। আমার জন্মের সময়, তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু তিনি ক্রিকেট আনন্দের জন্য খেলতেন। বিশ্বাস করুন, ১৯৬০-এর দশকে যখন আমার বাবা খেলতেন তখন ক্রিকেটে কোনও টাকা ছিল না – কোনও আইপিএল ছিল না, কোনও প্রচার ছিল না, কিছুই ছিল না।’
আরও পড়ুন: ঠাকুরপুকুর দুর্ঘটনা! সলমন খান থেকে সোনিকা চৌহান, ফিরে দেখা হাড়হিম গাড়ি দুর্ঘটনা…
তিনি আরও বলেন যে, তাঁর মা কী ভাবে তাঁকে অনুপ্রাণিত করেছিলেন। ‘আমার মা ছিলেন পরিবারের উপার্জনশীল ব্যক্তি, তাই আমি সবসময় তাঁকে বলতে দেখেছি, নিজের মতো বেড়ে ওঠো।’
‘আমি আমার মাকেও দেখেছি, যিনি সারা জীবন অভিনেত্রী ছিলেন। কিন্তু তাঁর মন যা চাইত, তিনি তাই করতেন। ২৪ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন। সাধারণত একজন মহিলা হিসেবে, সকলে তা করেন না। যখন জানে যে বিয়ের পর, ক্যারিয়ার কিছুটা ধাক্কা খায়। মায়ের বিয়ের কয়েক বছর পরে তাঁর সন্তান হয় কিন্তু তিনি কাজ চালিয়ে যান, তার পরেও তিনি ক্যারিয়ারে সাফল্য পান…’ জানিয়েছেন সোহা।
আরও পড়ুন: ‘নিজেরই নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে! আমি না পারলে তোমরা এসে…’ লজ্জিত পরিচালক..
বিশাল ফুরিয়া পরিচালিত ‘ছোরি ২’ ভৌতিক ছবিটি ২০২১ সালের ‘ছোরি’ ছবির সিক্যুয়েল। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নুশরত ভারুচ্চা, সঙ্গে অভিনয় করেছেন সোহা আলি খান। গশমীর মহাজানি এবং সৌরভ গোয়েলও রয়েছেন এই ছবিতে। ছবিটি ১১ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)