বিকট শব্দ, চোখের সামনে ভেঙে পড়ল কোলাঘাট তাপবিদ্যুত্ কেন্দ্রের ২ চিমনি| Two chimneies of Kolaghat Tharmal Power Station destroyed


কিরণ মান্না: অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর এবং দু’নম্বর ৭০০ মিটার উচ্চতা সম্পন্ন দুই চিমনি। ফলে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলা হল ওই দুই চিমনি। লোমহর্ষক ওই কাণ্ডে দেখতে ভিড় জমান বহু মানুষ।

রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় ১৯৮৪ সালে তৈরি হয়েছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিম বঙ্গের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেছেদায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র (KTPP) ভারতের ষষ্ঠ পরিকল্পনাকালে ( ১৯৮০-৮৫ ) তৈরি হয়েছিল।

আরও পড়ুন-মধ্যরাতে বাড়ির চাল উড়ে গিয়ে পড়ল গাছে, ভয়ংকর ঝড়ে তছনছ গোটা গ্রাম

আরও পড়ুন-হাওড়ায় ত্রিকোণ প্রেমের ‘বলি’ কিশোর! ডেকে নিয়ে গিয়ে…

কেন্দ্রটি যখন প্রথম চালু হয় তখন KTPP-তে মাত্র একটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ছিল। কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটে ১৯৮৫ সালে। যখন দুটি পর্যায়ে অতিরিক্ত পাঁচটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট তৈরি হয়ে যায়। এর মধ্যে এর প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই ইউনিটগুলির চিমনি আজ ধ্বংস করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি চিমনি ভেঙে ফেলা হয়। ফলে মোট ৬টা চিমনির মধ্যে রইল আর মাত্র ৪টি চিমনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *