জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2025) ভরা বাজারেই ভারতের আন্তর্জাতিক সফরের বড় আপডেট চলে এল। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা চলতি বছর অগাস্টে বাংলাদেশে যাবেন সাদা বলের সিরিজ খেলতে (India Tour Of Bangladesh 2025)। দুই সংস্করণ মিলিয়ে ভারত-বাংলাদেশ তিনটি ওডিআই ও সমসংখ্যক টি-টোয়েন্টিআই ম্যাচ খেলবে। ২০১৪ সালের পর বাংলাদেশের মাটিতে ভারতের প্রথম শুধুমাত্র সাদা বলের সিরিজ।
আরও পড়ুন: ‘দাদা আমার সঙ্গে…’! রীতিমতো অতিষ্ঠ কুম্বলে-বীরুরা, কেন প্রাক্তনদের সৌরভের ফোন?
ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম দু’টি ওডিআই (১৭ ও ২০ অগাস্ট) এবং শেষ দুটি টি-টোয়েন্টিআই ম্যাচ (২৯ ও ৩১ অগাস্ট) অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওডিআই (২৩ অগাস্ট) ও প্রথম টি-টোয়েন্টিআই ম্যাচ (২৬ অগাস্ট) হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (অতীতে যা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নামে পরিচিত ছিল)।
বদলের বাংলাদেশে ভারত এই প্রথম পা রাখবে! কোটা আন্দোলনের পর সেই দেশের চেহারাই বদলে গিয়েছে। শেখ হাসিনা এখন প্রাক্তন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস! তাঁর সরকারের প্রবল ভারত বিরোধিতা কারোরই অজানা নয়। সম্প্রতি ইউনুসকে জঙ্গিবাদের মদতদাতা বলেও তোপ দেগেছেন মুজিব-কন্যা। হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। তা নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট।
এই পরিস্থিতিতে অশান্ত পদ্মাপারে বিরাট-রোহিতদের খেলতে যাওয়া আদৌ নিরাপদ কিনা, তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে! মৌলবাদীদের হাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ‘হিংস্র কট্টরপন্থী’র জেলমুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
আরও পড়ুন: ‘অসম্ভব’, আয়নার প্রতিফলনে খুব কাছে দুই অঙ্গ! যুজির সঙ্গে সম্পর্কে সিলমোহর মহভাশের?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)