জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার ঈন্দ্রপতন ক্রিকেট জগতে। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর বিসিসিআই (BCCI) কর্তারা এই তাঁকে পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ করেন। কিন্তু, সাতসকালে ইন্স্টাগ্রামে পোস্ট করে জানালেন তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। বিসিসিআই-এর পর এবার ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা বিরাট কোহলিকে অবসর না নেওয়ার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন, PSL 2025: পাকিস্তানে প্রাণসংশয় অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটারের! অল্পের জন্য….
টেস্ট ফরম্যাটে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে কোহলি চতুর্থ স্থানে রয়েছেন। তার আগে শুধুমাত্র সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার। জুন মাসেই ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। নিঃসন্দেহে সেই দলে মিডল অর্ডারে বড় ভরসা ছিলেন কোহলি। কিন্তু সে আর হল না। এদিন ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে নিজের অবসরের কথা জানান কিং কোহলি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)