Bengal Weather: শক্তি বাড়িয়ে নিম্নচাপের ভ্রুকুটি, আগাম বর্ষা বঙ্গে! ৩০-৪০ কিমি বেগে ঝড় জেলায়?


অয়ন ঘোষাল:  ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার প্রবেশের সম্ভবনা অত্যন্ত উজ্জ্বল। প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশের  সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি চলবে। গরম ও অস্বস্তিও থাকবে।  সোমবার উপকূলের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। যৎকিঞ্চিত বৃষ্টির মৃদু সম্ভবনা দক্ষিণবঙ্গের বাকি জেলায়। 

মৌসুমী বায়ু / বর্ষা

২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা উত্তরবঙ্গে। মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল ১৩ মে। নির্ধারিত দিনের আগেই কেরলেও বর্ষামঙ্গল। আট দিন আগে শনিবার কেরলে প্রবেশ করেছে বর্ষা। বাংলাতেও আগাম বর্ষার অনুমান আবহাওয়া দফতরের। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্য ও সিকিমেও ঢুকে যাবে বর্ষা।

১) পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সং‌লগ্ন এলাকায় আগামীকাল ২৭ মে মঙ্গলবার নিম্নচাপ তৈরি হতে চলেছে। ২৯ এবং ২৯ মে অর্থাৎ পরবর্তী দুই দিনের মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। আপাতত এর অভিমুখ উত্তর বঙ্গোপসাগরের দিকে। শক্তি বাড়িয়ে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকে নিবিড় পর্যবেক্ষণ রাখছে মৌসম ভবন। 

২) ওড়িশা, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ-সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

৩) আরব সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে মধ্য মহারাষ্ট্রে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি কর্ণাটকের দিকে যাবে এবং আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

৪) একটি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত যেটি গুজরাটের উপর দিয়ে আছে।

 দক্ষিণবঙ্গ

সোমবার দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া ৪ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যবর্তী বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া।

মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। মাত্র পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। 

বুধবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দক্ষিণ বঙ্গের জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। 

বৃহস্পতিবার ঝড়ের সম্ভাবনা কমবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলাতে। ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। 

শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা এবং পরিমান অনেকটা বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সাত জেলাতে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে, ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি হবে কলকাতায়। 

উত্তরবঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাতাস বইবে সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে।

বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। বুধবার কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা  বৃহস্পতিবার থেকে কোচবিহার এবং জলপাইগুড়ি দুই জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা।বার

কলকাতায় সকালে আংশিক এবং বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। তবে আজ কলকাতায় খুব উল্লেখ্যযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবারও তাই। বুধবার কিছুটা বৃষ্টি বাড়বে। বৃহস্পতি এবং শুক্রবার দিনের যে কোনও সময় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। কলকাতার রাতের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯২ শতাংশ। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *