শিক্ষাকর্মীদের ভাতা! ‘এত দ্রুত টাকা কীভাবে দিচ্ছেন?’, প্রশ্ন হাইকোর্টের! calcutta High Court observation in case related to financial support jobless group c and group d workers


অর্ণবাংশু নিয়োগী:  ‘এত দ্রুত টাকা কীভাবে দিচ্ছেন’? শিক্ষাকর্মীদের ভাতা মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার প্রাথমিক পর্যবেক্ষণ, ‘এখনই ভাতার কোনও টাকা দেবেন না’। শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত।

আরও পড়ুন:  R.G. Kar Movement face Dr. Proloy Basu: আর.জি.কর আন্দোলনের প্রতিবাদী মুখ জনপ্রিয় চিকিত্‍সকের রহস্যমৃত্যু! স্ত্রীও ডাক্তার…

হাইকোর্টের প্রশ্ন, ‘এই স্কিমের সুবিধাভোগী কেন মামলা করতে আসবেন? ২০ হাজার এবং ২৫ হাজার টাকা দেওয়া হবে বলছেন, সেটা কি ভাবে ঠিক করা হল?  এই স্কিমের মাধ্যমে কত মানুষ সুবিধা পাবেন? আগে এই ভাবে আর্থিক সুবিধা কবে দেওয়া হয়েছিল?  যাদের টাকা দেবেন তার বদলে তারা কি দেবেন? নাকি টাকা নিয়ে ঘরে বসে থাকবেন’? হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘তার মানে আপনারা টাকা দিয়ে যাবেন। যতক্ষণ না সুপ্রিম কোর্ট নিষ্পত্তি না করছে। রিভিউ মামলা তো হতেই থাকবে। ততদিন এই ভাবে টাকা দিয়ে যাবেন। মানুষের টাকা দিয়ে যাবেন তাঁদের, যারা ঘরে বসে থাকবেন’!

শুনানিতে রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল কিশোরকে দত্তকে উদ্দেশ্য করে বিচারপতি অমৃতা সিনহা বলেন, আপনি কাদের টাকা দিচ্ছেন যাঁদেরকে সুপ্রিম কোর্ট চাকরি থেকে বাদ দিয়েছে? তাঁরা ঘরে বসেই টাকা পাবেন! যাঁরা পাচ্ছেন না, তাঁদের জন্য এমন কোনও স্কিম নেই?

আরও পড়ুন:  Bengal Weather Update: উফ! ৪৭.৪ ডিগ্রি! লু বইবে রাজ্যে! ভয়ংকর গরম ও অস্বস্তির দিশাহীন এই মরুতে ১১ জুন থেকেই কি বৃষ্টির ফুল ফুটবে?

ঘটনাটি ঠিক কী? সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকরাই যে শুধু চাকরি হারিয়েছেন, তা কিন্তু নয়। রেহাই পাননি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও। যাঁরা দুর্নীতিগ্রস্ত নন, , সেইসব শিক্ষকদের যখন ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, তখন  গ্রুপ ডি ও গ্রুপ ডি পদে চাকরিহারাদের সম্পর্কে কিছু বলেনি শীর্ষ আদালত।  গ্রুপ সি ও গ্রুপ ডি-র পদে চাকরিহারাদের ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। এদিন মামলাটির শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।

এদিকে সুবিচার চেয়ে দিল্লির পথে চাকরিহারাদের একাংশ। আজ, সোমবার দিল্লি রওনা দিলেন তিন প্রতিনিধি। পরীক্ষার নামে বেআইনি নোটিশের অভিযোগ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন তাঁরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *